Weather Updates: এখনও উত্তাল সমুদ্র, দুর্যোগের সতর্কতা ৬ জেলায়, কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Published : Aug 25, 2025, 11:53 AM IST

টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থার পর কিছুটা স্বস্তির খবর দিল হাওয়া অফিস। বৃষ্টির সম্ভাবনা কমলেও, ৬ জেলায় সতর্কতা জারি করা হয়েছে সমুদ্র উত্তাল থাকায়। উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

PREV
15

দীর্ঘদিন ধরে চলছে বৃষ্টি। টানা বৃষ্টিতে নাজেহাল অবস্থা রাজ্যবাসীর। এই সময় রাজ্যবাসীর জন্য ভালো খবর দিল হাওয়া অফিস। জানা যাচ্ছে, কিছুটা হলেও কমেছে বৃষ্টির সম্ভাবনা। যদিও এখনও উত্তাল আছে সমুদ্র। ফলে, সতর্কতা জারি আছে ৬ জেলায়। বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হলেও সম্ভাবনা নেই ভারী বৃষ্টির।

25

সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ও বাঁকুড়াতে। ঘন্টা ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে হাওয়া। কলকাতা ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবার হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি।

35

মঙ্গলবারও এই সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে শুধু দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের। কলকাতায় চলতে পারে বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

45

জানা যাচ্ছে, সোমবার বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। সেই কারণে সমুদ্র থাকবে উত্তাল। ২৬ অগাস্ট থেকে ২৮ অগাস্ট পর্যন্ত জারি করা হয়েছে সতর্কতা। পশ্চিমবঙ্গ এবং উত্তর ওড়িশার উপকূল সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৩৫ থেকে ৪৫ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে।

55

উত্তরবঙ্গে অবশ্য ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে আজ হতে পারে ভারী বৃষ্টি। কোচবিহার, দার্জিলিং-এ জারি আছে সতর্কতা। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত হতে পারে ভারী বৃষ্টি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে।

Read more Photos on
click me!

Recommended Stories