'সিনেমা তো দেখাচ্ছে ইডি আর সিবিআই', অভিষেকের 'টিজার' মন্তব্যের কটাক্ষ দিলীপ ঘোষের

নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্য়ায় একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন বিজেপিকে। শুক্রবার সকালেই তারই কড়া জবাব দিলেন দিলীপ ঘোষ।

 

'সিনেমাতো দেখাচ্ছে ইডি আর সিবিআই' নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস নেতার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিজেপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, 'এখন টিজার জেখিয়ে গেলাম। তিন মাস পরে সিনেমা দেখাব।' নন্দীগ্রাম থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের তীব্র কটাক্ষ করেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি রীতিমত কটাক্ষ করেন রাজ্যের শিক্ষক নিয়োগ-সহ একাধিক দুর্নীতি নিয়ে।

টিজার প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্যঃ

Latest Videos

প্রাত)ব্রমণে বেরিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ বলেন, কে ট্রেলার বা টিজার দেখাল তাতে বাংলার মানুষের কী এসে যায়? সিনেমাতো দেখাচ্ছে ইডি আর সিবিআই। আগে ওটা সামলান। দিলীপ ঘোষ আরও বলেন, এ ওকে চ্য়ালেঞ্জ করছে ও তাকে চ্যালেঞ্জ করছে। আর বাংলা ডুবছে। স্বাস্থ্য, শিক্ষা, প্রশাসন, মানুষের নিরাপত্তা - সবই ডুবে গেছে। বাড়ি থেকে বের হলে চিন্তা করতে হয় ফিরব কিনা। গোটা রাজ্যের পুলিশই বর্তমানে এক জনের নিরাপত্তার নিয়ে ব্যস্ত। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনও গুরুত্ব নেই বলেও মন্তব্য করেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর প্রশ্ন বাংলার ভবিষ্যৎ কী?

বায়রন বিশ্বাস নিয়ে দিলীপ ঘোষের মন্তব্য

শুধুমাত্র নিয়োদ দুর্নীতি নিয়েই সরব হননি বিজেপি নেতা। তিনি মুর্শিদাবাদের সাগরগিঘির বিধায়ক বায়রন বিশ্বাসকে নিয়েও সরব হন। কারণ নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে অবিষেক বলেছিলেন, 'আমাদের হাতে মানুষ রয়েছে ওদের হাতে ইডি সিবিআই রয়েছে।' এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দিলীপ বলেন, তাহলে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসতে হচ্ছে কেন? দিলীপ বলেন মানুষ অন্য দিকে রয়েছে। তাদের রায়কে না মেনেই কাজ করছে তৃণমিল কংগ্রেস। মানুষ তৃণমূলে নেই। তার প্রমান দিয়েছে জঙ্গলমহল। সেখানে চোরা ভাঙন শুরু হয়েছে বলেও দাবি করেন দিলীপ।

নন্দীগ্রাম প্রসঙ্গে দিলীপের মন্তব্য

নন্দীগ্রামে নতুন করে নির্বাচন হলে ৫০ হাজারেও বেশি ভোটে জিতবে তৃণমূল প্রার্থী-এমনটাই গতকাল দাবি করেছিলেন অভিযোগ । পাল্টা শুভেন্দু অধিকারীকেও চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি। তার উত্তরে দিলীপ বলেন, মূল নির্বাচনে কেন জিতল না তৃণমূল কংগ্রেস। উপনির্বাচনে জিতবে তৃণমূল কারণ কারণ ঘাসফুল শিবির। দিলীপের অভিযোগ তৃণমূল কংগ্রেস ভোট লুঠ করে জিতে অভ্যস্ত হয়ে গেছে। পাশাপাশি দিলীর নাম না করে এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও নিশানা করেন। বলেন, 'নন্দীগ্রাম নিয়ে কেন এত লাফালাফ করেছিলেন। সেইতো ভবানীপুরে এসে জিততে হল। মেদিনীপুরের লোক আয়না দেখিয়ে দিয়েছে।' অভিষেক ববেছিলেন বিজেপির মেয়াদ এক বছর। তার উত্তরে রীতিমত কড়া জবাব দিয়েছেন দিলীপ। তিনি বলেন, ‘বিজেপির মেয়াদ কতদিন তা দেশের লোক ঠিক করে দিয়েছে। সারা দেশ থেকে গুটিয়ে কালীঘাটে ঢুকে গেছেন!’

আরও পড়ুনঃ

নিয়োগ দুর্নীতিতে কারা হবে রাজসাক্ষী? আদালতে স্পষ্ট করে জানিয়ে দিল সিবিআই

'২০২৪ সালের নির্বাচনী ফল মানুষকে অবাক করে দেবে', মার্কিন সাংবাদিকদের বললেন রাহুল

Metro rail: জুন মাসের ৪টি রবিবার দেরিতে ছুটবে মেট্রো, পরিষেবা শুরু হবে ১ ঘণ্টা পরে

 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
'পুলিশ ও তৃণমূলের গুণ্ডারা সর্বত্র ভোট লুট করেছে' মারাত্মক অভিযোগ সুজন চক্রবর্তীর
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
'কত বড় সাহস! পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বলেছে ভোট দিতে যাবে না' এ কী অভিযোগ করলেন শুভেন্দু
আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya