দিলীপ ঘোষ দাবি করেন যে পশ্চিমবঙ্গে ১ কোটিরও বেশি ভুয়া ভোটার রয়েছে, যা তাঁর বিশ্বাস বিশেষ তদন্ত ও নিবন্ধন (SIR) প্রক্রিয়া শুরু হলে বাদ দেওয়া হবে। তিনি তৃণমূল কংগ্রেসকে এই ভুয়া নিবন্ধনের মাধ্যমে ভোটার বেস তৈরি করার চেষ্টা করার অভিযোগ করেছেন।
"মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ও বিধায়করা জেলে। কারা চোর তা সবাই জানে। এখানে SIR শুরু হওয়ার পর, এখানকার ১ কোটিরও বেশি ভুয়া ভোটারদেরও বাদ দেওয়া হবে, তাই তাদের (তৃণমূল) সরকারও এখানে গঠিত হবে না। তারা এটাই ভয় পাচ্ছে, তাই তারা এমন অর্থহীন বক্তব্য পেশ করছে। দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার পশ্চিমবঙ্গে," দিলীপ ঘোষ ANI-কে বলেন।