'বাংলায় সুন্দরী মেয়ে নেই! পঞ্জাবি বউ আনতে হয়? ' বাঙালি ইস্যুতে দিলীপ ঘোষের তোপ

Published : Jul 23, 2025, 01:57 PM IST

মর্নিংওয়াকে বেরিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প থেকে শুরু করে বাঙালি ইস্যু সব কিছু নিয়েই তুলোধনা করলেন বিজেপি নেতা। 

PREV
110

মর্নিংওয়াকে বেরিয়ে ফের বিস্ফোরক দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন প্রকল্প থেকে শুরু করে বাঙালি ইস্যু সব কিছু নিয়েই তুলোধনা করলেন বিজেপি নেতা

210

দিলীপ ঘোষ একই সঙ্গে দলে নিজের অবস্থান সম্পর্কে স্পষ্ট করে কথা জানিয়েছেন। তিনি জানিয়েছেন দল যা নির্দেশ দেবে তা তিনি মেনে চলবেন।

310

আমাদের পাড়া আমাদের সমাধান নামে নতুন একটি প্রকল্পের সূচনা করেছেন মমতা। তাই নিয়ে কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেছেন, পাড়ায় পাড়ায় এত দুর্নীতি হয়েছে তাই এই প্রকল্প কতটা কাজ করবে।

410

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ তুলে সরব হন। তিনি বলেন, তৃণমূল দীর্ঘ দিন ধরেই দুর্নীতি করেছে। তাই এই প্রকল্প খুব একটা কাজ করবে না।

510

বর্তমানে তৃণমূল কংগ্রেস ভিন রাজ্যে বাঙালিদের ওপর অত্যাচারের অভিযোগ তুলে সরব হন। তার পরিপ্রেক্ষিতে দিলীপ ঘোষ বলেছেন, বাঙালি বলে চিৎকার করছেন মমতা। তৃণমূল নেত্রী ভিন রাজ্য থেকে মানুষ নিয়ে এনেছেন বলেও পাল্টা সরব হয়েছেন বিজেপি নেতা।

610

দিলীপ ঘোষের কথায়. 'বাংলায় কি একটাও সুন্দরী মেয়ে নেই! যাকে ঘরের বউ করা যায়? বাড়িতে পঞ্জাবি বউ রাখব আর বাঙালি বাঙালি করব।' নাম না করেই দিলীপ ঘোষ কটাক্ষ করেন অভিষেককে। কারণ তার স্ত্রী রুজিরা পঞ্জাবি পরিবার থেকে। তেমনই বলেছেন দিলীপ অনুগামীরা।

710

দিলীপ ঘোষ গুজরাট, অসম থেকে তৃণমূলের সাংসদ করারও নিন্দা করেছেন। তিনি বলেছেন, বাংলায় কি কোনও যোগ্য ব্য়ক্তি নেই যাকে সাংসদ করা যায়। তৃণমূলের রাজ্য সভার সাংসদ সুস্মিতা দেব ও সকেত গোখলে দুজনেই ভিনরাজ্যের বাসিন্দা।

810

দিলীপ ঘোষের কথায় তৃণমূল বাংলাদেশ থেকে লোক নিয়ে আসছে। রোহিঙ্গাদের এই রাজ্যে অনুপ্রবেশ নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা।

910

অন্যদিকে দিলীপ ঘোষ নিজের দলের অবস্থানও স্পষ্ট করেছেন। তিনি বলেছেন, দলই তাঁকে নেতা বানিয়েছে। দলের নির্দেশ মেনেই তিনি কাজ করবে।

1010

খড়গপুরের প্রার্থী ইস্যুতে দিলীপ ঘোষ বলেন, 'পার্টি আমাকে ৩ বার প্রার্থী করেছে। আমি টিকিট চাইনি। পদ চাইনি। তাও দিয়েছে। অমিত শাহ বলেছেন বড় নেতাদের ভোটে লড়তে হবে। আমি মাত্র ৬ মাস সভাপতি ছিলাম। পার্টি বলেছে বলে ভোটে লড়েছি। আমাকে তখন চয়েজ জিজ্ঞাসা করেছিল। আমি বিধানসভা ভোটে খড়গপুর চয়েজ করেছি। পরের বার আবার চয়েজ জিজ্ঞাসা করল। আমি মেদিনীপুর বলেছিলাম। দুবারই জিতেছি। লাস্ট বার আমাকে কেউ চয়েজ জিজ্ঞাসা করেনি। ফলাফল আপনারা দেখে নিয়েছেন।'

Read more Photos on
click me!

Recommended Stories