- Home
- West Bengal
- West Bengal News
- শমীকের 'শাহী' দরবারেই অমিতের বঙ্গ সফরের রূপরেখা চূড়ান্ত? সামনের মাসেই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
শমীকের 'শাহী' দরবারেই অমিতের বঙ্গ সফরের রূপরেখা চূড়ান্ত? সামনের মাসেই রাজ্যে স্বরাষ্ট্রমন্ত্রী
শাহ-শমীক বৈঠকের পরই বিজেপি সূত্রের খবর, আগামী মাসেই বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ। তেমনই গুঞ্জন বিজেপি শিবিরে। যদিন দিল পাকা হয়নি এখনও।

বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। সেরে ফেললেন তাঁর প্রথম 'শাহী দরবার'।
লোকসভা অধিবেশনে যোগ দিতে শমীক ভট্টাচার্য রয়েছেন দিল্লিতে। সেখানেই তিনি গতকাল, মঙ্গলবার দেখা করেন বিজেপি নেতা অমিত শাহের সঙ্গে।
বিজেপির সূত্রের খবর, রাজ্যের একাধিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাবার্তা হয়েছে। দলের বর্তমান অবস্থা সম্পর্কেও কথা হয়েছে।
শাহ-শমীক বৈঠকের পরই বিজেপি সূত্রের খবর, আগামী মাসেই বঙ্গ সফরে আসতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ।
ভিনরাজ্যে আক্রান্ত বাঙালিরা। এই অভিযোগ তুলে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের স্বরাষ্ট্রমন্ত্রকের দিকেই অভিযোগের তীর। এই পরিস্থিতিতে অমিত শাহের বঙ্গ সফর যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
১৮ জুলাই দুর্গাপুরে জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোনাযাচ্ছে তিনি সেপ্টেম্বর মাসে ফের রাজ্য সফর করতে পারেন। তারই ফাঁকে অমিত শাহের বঙ্গ সফরের কথা শোনা যাচ্ছে। বিরোধীদের কথায় ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি এখন থেকেই শুরু করেছে বিজেপির।
বিজেপি সূত্রের খবর, বাংলা ভাষা ও বাঙালির ওপর আক্রমণ করা হচ্ছে এই অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল। তারই পাল্টা জবাব যাতে গেরুয়া শিবির দিতে পারে তারই ব্যবস্থা করছে বিজেপি।
বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের বঙ্গ সফরকে বিশেষ পাত্তা দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপির কেন্দ্রীয় নেতারা পরিযায়ী এবং তাদের বাংলায় ডেলি প্যাসেঞ্জারি কোনও কাজে দেবে না বলেই মনে করছে তৃণমূল।
ভোটের আগে পরপর মোদী অমিত শাহর এই বঙ্গ সফর যে বিজেপির কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ তা মেনে নিয়েছেন দলেরই একাধিক নেতা।
বিজেপি শিবিরে গুঞ্জন, বর্তমানে রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে, এই অবস্থায় তৃণমূলকে নবান্ন থেকে সরাতে না পারলে কোনও দিনও পারবে না বিজেপি। তাই রাজ্য দখলে রীতিমত জোর দিচ্ছে গেরুয়া শিবির।

