ট্রেনের মধ্যে মহিলার ব্যাগ থেকে বেরল ইলেকট্রিক কেটল! তার মধ্যে থেকে যা বেরল, দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

Published : Jun 23, 2024, 01:40 PM ISTUpdated : Jun 23, 2024, 01:41 PM IST
Electric kettle

সংক্ষিপ্ত

ট্রেনের মধ্যে মহিলার ব্যাগ থেকে বেরল ইলেকট্রিক কেটল! তার মধ্যে থেকে যা বেরল, দেখে চক্ষু চড়কগাছ পুলিশের

ইলেকট্রিক কেটলির ভিতরে লক্ষ লক্ষ টাকার মাদক। কেরলে চাঞ্চল্যকর ঘটনা। অভিযুক্তের নাম সামরিন আখতার বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে সামরিনকে।

ইলেকট্রিক কেটল নিয়ে ট্রেনে উঠেছিলেন। বিন্দুমাত্র সন্দেহ হওয়ার জায়গা নেই। ওই কেটলের মধ্যেই লুকিয়ে রাখা ছিল মাদক। তবে শেষ পর্যন্ত তাকে আটক করে পুলিশ।

জানা যায় অভিযুক্ত পশ্চিমবঙ্গের বাসিন্দা হলেও বর্তমানে ব্যাঙ্গালোরে থাকেন। বেশ কয়েকদিন আগেই দিল্লিতে আসে সামরিন। এখানেই শেষ নয়, দিল্লি থেকে কেরলে যাওয়ার কথা ছিল সামরিনের। প্রাথমিক তল্লাশিতে সামরিনের ব্যাগ থেকে কিছুই খুঁজে পাওয়া যায়নি।

পরে ব্যাগ খুলতেই পাওয়া গিয়েছে ইলেকট্রিক হিটার। আর তার মধ্যেই ধরা পড়ে মিথাইলেনডিওক্সিমেথামফেটামিন নামের এক ধরনের নিষিদ্ধ মাদক। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১০ গ্রাম ছোট পাউচের এই মাদকের দাম ৩ হাজার টাকা।

শুধু সামরিন নয় এই ব্যবসার সঙ্গে একটি বড় চক্র জড়িয়ে আছে বলে অনুমান করা হয়। ইতিমধ্যেই একটি মাদক পাচারের মামলা রয়েছে কালমাসেরি থানায়।

PREV
click me!

Recommended Stories

Hooghly News: ফর্ম ৭ জমা দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মীরা! চন্দননগরে তৃণমূলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ
Samik Bhattacharya: রাজ্যে SIR মমতাকে তোপ শমীকের! করলেন নির্বাচন কমিশনের কাছে বিরাট দাবী