Published : May 30, 2024, 03:23 PM ISTUpdated : May 30, 2024, 03:29 PM IST
আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। তারপরই টানা দুই দিনের জন্য বন্ধ হয়ে যাবে কলকাতার সব মদের দোকান। শুধু কলকাতা নয়। ড্রাই ডে শুরু হয়ে যাবে কলকাতার সঙ্গে আরও দুটি জেলায়।
আজ থেকেই ড্রাই ডে শুরু কলকাতায়। শুধু কলকাতায় নয়, কলকাতা সংগল্ন উত্তর ২৪ পরগনা আর দক্ষিণ ২৪ পরগনা জেলাতেও বন্ধ হয়ে যাবে মদের দোকান।
210
ভোটে তিন জেলায়
শনিবার সারা দেশের সঙ্গে এই রাজ্যেও সপ্তম দফায় নির্বাচন। ভোট গ্রহণ হবে রাজ্যের ৯টি কেন্দ্রে। যার মধ্যে রয়েছে কলকাতা ও দুই ২৪ পরগনা জেলা। সেই কারণেই তিন জেলাতেই ড্রাই ডে শুরু হয়ে যাবে।
310
ড্রাই ডে
কলকাতা-সহ তিন জেলায় আজ বিকেল থেকে টানা ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সমস্ত মদের দোকান।
410
ড্রাই ডের সময়সীমা
তিন জেলায় বৃহস্পতিবার সন্ধ্যে ৬টা থেকে শুরু হবে ড্রাই ডের সময়সীমা। শেষ হবে শনিবার বিকেলে।
510
শুক্রবার পুরো বন্ধ
শুক্রবার পুরোপুরি বন্ধ থাকবে কলকাতা ও দুই ২৪ পরগনার সমস্ত মদের দোকান।
610
১ জুন ভোট
১ জুন রাজ্যে ভোট। নিরাপত্তার জন্য তিন জেলার সমস্ত মদের দোকান বিকেল ৫টা পর্যন্ত বন্ধ থাকবে।
710
নির্বাচন কমিশনের নির্দেশ
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী লাইসেন্সপ্রাপ্ত বারগুলি একদম বন্ধ থাকবে। কমিশনের নির্দেশে বন্ধ থাকবে সমস্ত বারও।
810
পরেও বন্ধ মদের দোকান
নির্বাচন কমিশনের নির্দেশে ৪ জুন ভোট গণনার দিনও রাজ্যের সমস্ত জেলায় বন্ধ থাকবে মদের দোকান।
910
নির্বাচন কমিশনের নিরাপত্তা ব্যবস্থা
কলকাতা সহ তিন জেলায় ভোটের কড়া নিরাপত্তার ব্যবস্থা করেছে কমিশন। কলকাতা ছাড়াও ব্যারাকপুর, বিধাননগর, বারাসতের একটি অংশেও টহল দেবে নিরাপত্তা বাহিনী।
1010
ভাঙড়ের নিরাপত্তা
নির্বাচন কমিশনের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা ভাঙড়ে। সেখানে মোতায়েন থাকবে ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। রাতের দিকে কলকাতায় নিরাপত্তার জন্য ৭২টি নাইট পেট্রোল ভেইক্যালের ব্যবস্থা থাকবে। থাকবে কেন্দ্রীয় বাহিনী।