ঘুর্ণীঝড়ের প্রকোপে বেশ কিছুদিন ঠান্ডা ছিল আবহাওয়া। কিন্তু রেমাল দাপট কমতে না কমতেই ফের বেড়ে গিয়েছে হাসাফাঁসানি গরম।
28
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
বুধবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.৫ ডিগ্রি ফলে তীব্র গরমে জেরবার হচ্ছে মানুষের জীবন। মঙ্গল-বুধবার রাজ্যের কোথাও ছিটেফোঁটাও বৃষ্টি পড়েনি। তাই অস্বস্তিকর গরম থেকে বাঁচতে বর্ষা আসার অপেক্ষা করছে মানুষ।
38
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
কবে আসছে বর্ষা? বর্ষা নিয়ে একটা বড় আপডেট শুনিয়েছে আলিুর আবহাওয়া দফতর।
48
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
আগামী ২ দিনের মধ্যে কেরলে মৌসুমী বায়ু প্রবেশ করবে যার দরুণ ১০ জুনের মধ্যেই বর্ষা ঢুকে পড়ছে পশ্চিমবঙ্গে।
58
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
তবে বর্ষা আসার আগেও বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে রাজ্যজুড়ে। ৪ জুন নাগাদ বেশ খানিকটা বৃষ্টি হবে বলে জানা গিয়েছে।
68
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে ১ জুন থেকে। এমনই জানা গিয়েছে আবহাওয়া দফতর মারফত।
78
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
৩০ থেকে ৪০ এবং কোথাও কোথাও ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়ার হলুদ সতর্কতাও জারি করেছে হাওয়া অফিস। হতে পারে বজ্রপাতও।
88
বর্ষার আগেই ফের বৃষ্টি বঙ্গ জুড়ে!
বুধবার থেকেই কমলা সতর্কতা রয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে।