২০২৪ লোকসভা ভোটে রাজ্যে ভোটদানের হার কমেছে। কেন? প্রচন্ড গরম নাকি অন্য কোনও কারণ? নির্বাচন কমিশন ও বিশেষজ্ঞদের মত কিন্তু বেশ আলাদা। তাঁরা বলছেন অন্য কথা। অন্যদিকে, সমীক্ষার ফল বলছে খেলা হবে বললেও সেভাবে খেলতে পারেনি তৃণমূল!
Parna Sengupta | Published : May 29, 2024 9:59 AM / Updated: May 29 2024, 10:00 AM IST
প্রায় দেড় মাস ধরে লোকসভা নির্বাচন চলছে সারা দেশ জুড়ে। এপ্রিলের মাঝামাঝি সময়ে যখন তীব্র গরম ছিল তখন নির্বাচন শুরু হয়েছিল। আর শেষ দফার ভোটের আগে দেখা গেল সাইক্লোন রেমালের দাপটে একটু হলেও গরম কমেছে। তবে তারপরেও এই গরমের ওঠানামাটা চলছে।
বাংলায় সাত দফায় ভোট হচ্ছে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে যা ভোটের হার ছিল, ২০২৪ সালে প্রতিটি কেন্দ্রেই সামান্য হলেও ভোটের হার কমেছে। এর কারন খুঁজতে গিয়ে কমিশন এবং রাজনৈতিক বিশেষজ্ঞরা কি বলছেন?
প্রথমেই জানা যাক, নির্বাচন কমিশন জানাচ্ছে, প্রথম ৫ দফায় বাংলার যে ২৫ টি কেন্দ্রে নির্বাচন সম্পন্ন হয়েছে, সেখানে ১৯এর লোকসভা নির্বাচনের চেয়ে ভোটের হার অল্প কিছু কম। তবে সেক্ষেত্রে এবারের নির্বাচনে আগের বারের থেকে ছাপ্পা, রিগিং এর অভিযোগ অনেক কম।
বিজেপির রাজ্যসভার সাংসদ শমীক ভট্টাচার্য বলেন, তীব্র গরম ছিল, সেই কারণে অনেকে হয়তো ভোট দিতে পারেননি। আবার তৃণমূল এর আগের নির্বাচনগুলিতে অনেক বেশি পরিমাণে জল মিশিয়েছে। এবার সেটা সেইভাবে করতে পারেনি। আর মানুষও জেনে গিয়েছে, এবার ভোটের ফল কি হবে।
শমীক ভট্টাচার্য জানান, আমরা চাই ভোটের শতাংশ বাড়ুক। অনেকেই হয়তো মনে করছেন, ভোটের শতাংশের হার কমলে তাতে বিজেপির লাভ হবে নাকি ক্ষতি হবে? এই প্রসঙ্গে শমীক বলেন, বিজেপির জয়ের ব্যবধান অনেকটাই বাড়বে। আর এবার বাংলা থেকে আসন সংখ্যাও বাড়বে।
রাজনৈতিক বিশ্লেষকদের কথায়, একাধিক কারণ রয়েছে। পরিযায়ী শ্রমিকরা বাড়ি আসেননি অনেকে। প্রচুর গরমের জন্য অনেকে ভোটকেন্দ্রে যাননি। ভোটের শতাংশ কমলে কেউ একটা বিশেষ সুবিধা পেয়ে যাবে, এটা কখনোই বলা যায় না।
বিশেষজ্ঞরা আরও বলছেন ভোটের হার কিছুটা কমেছে বলে যারা মনে করছেন হয় তৃণমূল সুবিধা পাবে, নয়তো বিজেপি পাবে, এরকম কোনো সম্ভাব্য ফল বলে দেওয়া যায় না।