Duare Sarkar: আয়োজিত হতে চলেছে ২০২৩ সালের শেষ 'দুয়ারে সরকার' কর্মসূচি, কোন কোন প্রকল্পগুলিতে জোর দেবে রাজ্য সরকার?

১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, এই ১৭ দিনে উপভোক্তারা সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। তারপর ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে আবেদনকারীদের।

২০২৩ শেষ হলেও শুরু হয়ে যাবে লোকসভা ভোটের প্রস্তুতি। কোন রাজ্যে কোন সরকার থাকবে, কোন সরকার যাবে, কোন সরকার শক্তি গড়বে নতুন করে, সেই হিসেবনিকেশের মাঝে দলের ভিত মজবুত করার জন্য উঠেপড়ে লেগেছে শাসক-বিরোধী সকলেই। একই পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গেও। সরকার-পক্ষ তৃণমূল কংগ্রেসের ভুলগুলি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে বিরোধীরা, তেমনই নিজেদের কাজকে আরও ভালো করে তোলার জন্য কোমর বেঁধেছে শাসক শিবির। এই অবস্থায় সরকারি কর্মসূচিগুলোর ওপরেও বিশেষ জোর দেওয়া হচ্ছে। তেমনই একটি কর্মসূচি হল ‘দুয়ারে সরকার।’

-

২০২০ সালের ডিসেম্বর মাস শুরুর দিন থেকেই মুখ‌্যমন্ত্রীর স্বপ্নের এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচি রাজ্যে ব্যাপক সাফল্য পেয়েছে। ৭টি পর্ব পেরিয়ে ২০২৩ সালের শেষ দুয়ারে সরকার শিবির বসতে চলেছে অষ্টম পর্যায়ে। এই বিষয়ে ৩০ নভেম্বর, বৃহস্পতিবার, নবান্ন থেকে রাজ্যের জেলাশাসকদের সঙ্গে ভার্চু‌য়াল বৈঠক করেছেন রাজ্যের মুখ‌্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। সূত্রের খবর, সেই বৈঠকেই চলতি মাসে এক পক্ষকালব‌্যাপী দুয়ারে সরকার ক্যাম্পেন শুরু করার নির্দেশ দিয়ে দেওয়া হয়েছে সমস্ত জেলাশাসকদের। এবারের শিবিরে রাজ‌্য সরকার জোর দিতে পারে পঞ্চদশ অর্থ কমিশনের পড়ে থাকা টাকা খরচ করার ওপর। জেলাশাসকদের প্রতি মুখ‌্যসচিব এদিন নির্দেশ দিয়েছেন যে, পঞ্চদশ অর্থ কমিশনের যত টাকা এখনও পর্যন্ত কোষাগারে আছে, তার পূর্ণ সদ্ব‌্যবহার করতে হবে। রাজ্যের কোনও মানুষ যাতে সরকারি পরিষেবা ও বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে জোর দিতে জেলা প্রশাসনের প্রতি নির্দেশ দিয়েছে নবান্ন।

-

আগামী ১৫ ডিসেম্বর থেকে এই সরকারি কর্মসূচি শুরু হতে চলেছে বলে নবান্ন সূত্রে জানা গেছে। শিবির চলবে টানা এক মাস ধরে। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন পর্যন্ত চলবে আবেদন জমা নেওয়ার পর্ব। ১৫ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর, এই ১৭ দিনে উপভোক্তারা সরকারি বিভিন্ন প্রকল্পে আবেদন করার সুযোগ পাবেন। তারপর ১ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত পরিষেবা দেওয়া হবে আবেদনকারীদের। রাজ‌্য সরকারের যে সমস্ত কাজ এখনও শুরু করা যায়নি, সেগুলোর জন‌্য অবিলম্বে টেন্ডার ডাকতে বলেছেন মুখ‌্যসচিব। গ্রামীণ এলাকায় শৌচাগার নির্মাণ-সহ বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি থমকে থাকা কাজগুলিও চলতি অর্থবর্ষের মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব‌্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
-

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে জানা গিয়েছে, অন্যান্য বারের মতো এবারও দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্য সাথী, পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণ, জমিজমা সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধানের জন্য আবেদন সহ মোটামুটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে সকল প্রকল্প রয়েছে সবেই আবেদন করা যাবে। তবে নতুন কোন প্রকল্প এবার এই দুয়ারে সরকার ক্যাম্পে যোগ হচ্ছে কিনা তা সম্পর্কে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি।

Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
গভীর রাতে ধানক্ষেতে ভয়াবহ দৃশ্য! শিউরে উঠবেন আপনিও, আতঙ্কে গোটা Jaynagar, দেখুন | South 24 Parganas
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia