Rape case: জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে ধর্ষিতা নাবালিকা, অভিযুক্ত মামাতো দাদা গ্রেফতার

Published : Dec 10, 2023, 05:31 PM ISTUpdated : Dec 10, 2023, 05:32 PM IST
rape

সংক্ষিপ্ত

শুক্রবার মুর্শিদাবের রানিতলা থানা এলাকায় মামারবাড়িতে এসেছিল নাবালিকা। জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের বেশ কয়েকজন সদস্য আর আত্মীরা উপস্থিত ছিল সেখানে। 

মামাতো ভাইয়ের জন্মদিনের অনুষ্ঠানে মামার বাড়ি গিয়ে ধর্ষিতা নাবালিকা। মুর্শিদাবাদের বহরমপুরে এই মর্মান্তিক ঘটনা। নির্যিতাতা বর্তমানে ভর্তি রয়েছে হাসপাতালে। পরিবারের লিখিত অভিযোগ দায়ের করেছে। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তুতোভাইকে।

শুক্রবার মুর্শিদাবের রানিতলা থানা এলাকায় মামারবাড়িতে এসেছিল নাবালিকা। জন্মদিনের অনুষ্ঠানে পরিবারের বেশ কয়েকজন সদস্য আর আত্মীরা উপস্থিত ছিল সেখানে। সেখানেই মামাতো ভাইবোনেদের মেয়েটিও খেলছিল। সেই সময়ই নাবালিকাকে মামাতো দাদা নিজের ঘরে আটকে রাখে বলে অভিযোগ। সেখানেই তাকে মুখে ওড়না বেঁধে ধর্ষণ করা হয়। রক্তাক্ত অবস্থায় নির্যাতিতাতে সেখান থেকেই উদ্ধার করে তার বাবা ও মা।

নাবারিকতে প্রথম স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। নাবালিকার শারীরিক ও মানসিক অবস্থা বিপর্যস্ত। ইতিমধ্যেই মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে নির্যাতিতা জানিয়েছেন, মামাতো ভাইয়ের জন্মদিনে মামা বাড়িতে গিয়েছিল। সেখানে রাতের বেলা ঘরের মধ্যেই তারা লুকোচুরি খেলছিল। 'সেই সময়ই বড়দা আমাকে জোর করে ঢেকে তার ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয়। আমি চিৎকার করলে আমার মুখে ওড়না বেঁধে খারাপ ব্যবহার করে। ' নাবালিক আরও বলেছে, তাতে তার দাদা ধর্ষণের পরেও হুমকি দিয়েছে। সমস্ত ঘটনা কাউকে বললে প্রাণে মেরে দেওয়ারও হুমকি দেওয়া হয়।

নির্যাতিতার মা জানিয়েছেন, তিনি দোষীর দৃষ্টান্তমূল শাস্তি চান। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতারর করেছে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এই ঘটনায় গোটা পরিবারের মধ্যে অসন্তোষ ও অস্বস্তি তৈরি হয়েছে। 

আরও পড়ুনঃ

'মদ্যপ ও নগ্ন অবস্থার ভিডিও শেয়ার', সোশ্যাল মিডিয়ায় হুমকি পঞ্জাবের মুখ্যমন্ত্রীর প্রাক্তন স্ত্রী, প্রশ্ন তুললেন মেয়েও

'এ কেমন বাবা!', ছোট্ট যমজ মেয়েরা ন্যাড়া মাথায় বাবাকে দেখে কী করল দেখুন Viral Videoতে

ভাইপোই তাঁর উত্তরসুরী! সাংবাদিক বৈঠকে BSP-র পরবর্তী প্রধানের নাম ঘোষণা মায়াবতীর 

PREV
click me!

Recommended Stories

খাস বাংলায় নরখাদক! কলতলায় বসে মৃতদেহ জল দিয়ে সাফ করে খাচ্ছেন যুবক, ঘটনায় আতঙ্কিত দিনহাটা
লাখো মানুষের সমাগমে সংক্রান্তিতে মিলন তীর্থ গঙ্গাসাগর, পূণ্য স্নানের তিথি শুরু কখন?