
WB Weather Update News: কখনও রোদ, কখনও আবার বৃষ্টি। বুধবার থেকেই দফায় দফায় বৃষ্টিতে ভিজেছে বাংলা। লক্ষ্মীবারে কেমন থাকবে আবহাওয়া? বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মৌসুমী বায়ু আরও অগ্রসর হয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের বাকি অংশে প্রবেশ করেছে। এরফলে আগামী দু'দিনের মধ্যে পশ্চিমবঙ্গের বেশ কিছুটা অংশ এবং সিকিমে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের জেলায়-জেলায় বৃষ্টির পূর্বাভাস। জারি লাল সতর্কতা।
হাওয়া অফিস সূত্রে খবর, নিম্নচাপটি শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। তার বর্তমান অবস্থান রয়েছে ওড়িশা উপকূল লাগোয়া উত্তর পশ্চিমবঙ্গসাগরে। আগামী ২৪ ঘন্টায় এটি উত্তর দিকে অগ্রসর হবে এবং আরও শক্তি বাড়াবে। এই নিম্নচাপের জন্য হিমালয় উপকূল অঞ্চলে এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া আজ ও আগামীকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও কোনও কোনও জায়গায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া হওয়ার গতি থাকবে ঘন্টায় ৪০-৫০ কিলোমিটার। বৃহস্পতিবার হাওয়ার গতি বেড়ে ৪৫-৫০ থেকে ঘন্টায় ৬০ কিলোমিটার হওয়ার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে। তবে শুক্রবার থেকে হাওয়ার গতি ধীরে ধীরে কমবে।
আজ দক্ষিণ বঙ্গে দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর, নদীয়াতে ভারি থেকে অতিভারি বৃষ্টি সঙ্গে ৪০-৫০ ঝোড়ো হাওয়া। এছাড়া বাকি জেলাগুলিতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। শুক্রবার হাওড়া, হুগলী, নদীয়া, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কোথাও ভারী বৃষ্টি আবার কোথাও অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। হাওয়ার গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার থাকবে ঘন্টায়। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতে ভারী বৃষ্টি হবে। বিক্ষিপ্ত ভাবে হাওয়া বইবে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে।
হাওয়া অফিসের তরফে জানা গিয়েছে, প্রাক বর্ষার বৃষ্টি শুরু বঙ্গে। মূলত বুধবার সারাদিন মেঘলা আকাশ থাকার সম্ভাবনা। কোথাও আংশিক মেঘলা আকাশ। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে। বৃষ্টি না হলে গরম ও অস্বস্তি থাকবে। আজকেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের সব জেলাতেই। শুধু তাই নয়, নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরে গভীর সমুদ্রে যেতে মৎস্যজীবীদের নিষেধাজ্ঞা। ৩১ মে শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা করা হয়েছে।
আগামী দু-দিনের মধ্যে বর্ষা ঢুকবে উত্তরবঙ্গে। অনুকূল পরিস্থিতিতে এগোচ্ছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। আরও কিছুটা এগিয়ে উত্তর-পূর্ব ভারতের বেশিরভাগ রাজ্যে ঢুকে পড়েছে বর্ষা। অসম এবং মেঘালয়ের কিছু অংশ দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রবেশ করায় শুরু হয়েছে বৃষ্টি। জানা গিয়েছে, আগামী তিন দিনের মধ্যে উত্তরবঙ্গের কিছু অংশে ঢুকবে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু।
বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। এরফলে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলের কাছে সুস্পষ্ট নিম্নচাপের অবস্থান রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় এটি শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। প্রাথমিকভাবে এটি উত্তর অভিমুখে অগ্রসর হচ্ছে। এটি খুব আস্তে আস্তে দক্ষিণ দিকে অগ্রসর হবে।
শুক্রবার ভারী থেকে অতিভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের সব জেলাতে। প্রবল বৃষ্টি বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সাত জেলাতে। পূর্ব ও পশ্চিম বর্ধমান পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম এবং হুগলী জেলাতে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। কলকাতা সহ বাকি জেলাতে ৭০ থেকে ১১০ মিলিমিটার অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা। শনিবারেও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বীরভূম মুর্শিদাবাদ জেলাতে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।