WB Rain Alerts: বৃহস্পতিবার থেকেই বঙ্গে ফের দুর্যোগের আশঙ্কা, অতিভারী বৃষ্টির সতর্কতা একাধিক জেলায়

Published : Jul 24, 2025, 06:37 AM IST

WB Weather News: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে লক্ষ্মীবারে ভোররাত থেকেই দফায়-দফায় বৃষ্টিতে ভিজল শহর ও শহরতলি। সারাদিন কেমন থাকবে আবহাওয়া? জানুন এক নজরে। দেখুন ফটো গ্যালারি। 

PREV
110
আজকের আবহাওয়ার আপডেট

আগামী ২৪ ঘণ্টার মধ্যে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। এই সম্ভাব্য নিম্নচাপের কারণে আগামী ২৪ থেকে ২৮ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে।

210
দক্ষিণবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম সহ দক্ষিণবঙ্গের বহু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

310
দক্ষিণবঙ্গের কোন-কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি?

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুরে ৭-২০ সেমি বৃষ্টি হতে পারে। নদিয়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, ঝাড়গ্রামে ০৭-১১ সেমি বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়া (৩০-৪০ কিমি/ঘণ্টা) হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

410
মাঝারি বৃষ্টির সতর্কতা

২৫-২৮ জুলাই পর্যন্ত এই সময়ের মধ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ৭-১১ সেমি পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফত। 

510
মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা

নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল হবে। ২৪ জুলাই বৃহস্পতিবার থেকে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। বাড়বে নদীর জলস্তর! নিচু এলাকা নতুন করে প্লাবিত হবার আশঙ্কা রয়েছে। 

610
তৈরি হচ্ছে নতুন করে ঘূর্নিঝড়

চায়না ও ভিয়েতনামের বিধ্বংসী ঝড় উইফার(WIPHA) অংশ এসে আজ ঘূর্ণাবর্ত তৈরি করবে উত্তর বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের প্রভাবে পরবর্তী ৪৮ ঘণ্টায় নিম্নচাপের সম্ভাবনা। ২৪ জুলাই বৃহস্পতিবার নিম্নচাপ তৈরি হবে উত্তর বঙ্গোপসাগরে।

710
অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃহস্পতিবার মূলত মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা অনেকটাই বাড়বে। নিম্নচাপের বৃষ্টি দক্ষিণবঙ্গের সব জেলাতে। কোথাও কোথাও বেশ কিছুক্ষণের একটানা বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি এবং দু-এক পশলা ভারী বৃষ্টির আশঙ্কা দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতে। অতি ভারী বৃষ্টি হতে পারে বাঁকুড়া পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। কলকাতা সহ বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা ভারী বৃষ্টির পূর্বাভাস।

810
অতি ভারী বৃষ্টির আশঙ্কা

শুক্রবার মূলত মেঘলা আকাশ ও নিম্নচাপের বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। অতি ভারী বৃষ্টির আশঙ্কা পুরুলিয়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, বাঁকুড়া জেলাতে ভারী বৃষ্টির আশঙ্কা। সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে হালকা দমকা ঝোড়ো বাতাস বইবে। 

910
উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে?

হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার একই ধরনের আবহাওয়া থাকবে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলার অধিকাংশ এলাকাতে। গরম এবং অস্বস্তি দুটোই বাড়বে বৃষ্টি না হলে।

1010
বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উইকেন্ডেও ভারী বৃষ্টি। শনিবার জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি।

Read more Photos on
click me!

Recommended Stories