আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু এক জায়গায়। কাল থেকে উপকূল ও পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে সোম মঙ্গলবার নাগাদ বৃষ্টি বাড়তে পারে। উত্তরবঙ্গে শনি- রবিবার অর্থাৎ উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
25
ফের নিম্নচাপের সম্ভাবনা
দক্ষিণ আন্দামান সাগরের ঘূর্ণাবর্ত শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। যার কারণে, মৎস্যজীবী ও পর্যটকদের জন্য সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের সুস্পষ্ট নিম্নচাপ স্থলভাগে ঢুকে শক্তি হারাচ্ছে। তামিলনাড়ু উপকূল ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান ক্রমশ পশ্চিমবঙ্গ উত্তর-পশ্চিম দিকে এগোবে। তামিলনাডু পন্ডিচেরি ও অন্ধ্রপ্রদেশের উপকূলে ক্রমশ এটি শক্তি হারাবে। সাধারণ নিম্নচাপে পরিণত হবে।
35
দক্ষিণবঙ্গের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে শনিবার উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে রবিবার এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার বৃষ্টির পরিমাণ বাড়বে। দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ; বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও।
পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উইকেন্ডে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস। মূলত আংশিক মেঘলা আকাশ কোথাও মেঘলা আকাশ হবে। বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। শনি ও রবিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই পাঁচ জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি।
55
ফের আবহাওয়ার পরিবর্তন
উইকেন্ডে ফের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আংশিক মেঘলা আকাশ। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ হতে পারে সোমবারের পর। শহরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা সোম ও মঙ্গলবারে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।