দক্ষিণ আন্দামান সাগরের উপর ঘূর্ণাবর্তের প্রভাবে নিম্নচাপ অঞ্চলটি তৈরি হয়েছে বলে জানাচ্ছেন আবহবিদেরা। গত কয়েক ঘণ্টায় ধীরে ধীরে তা পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। ২৭ অক্টোবর সোমবার সকালের মধ্যে দক্ষিণ-পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হতে পারে। তার পর তার গতিবিধি কেমন হবে, কোন দিকে এগোবে, এখনও সে বিষয়ে নিশ্চিত নন আবহবিদেরা। ফলে পশ্চিমবঙ্গের উপর এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে কি না, তা এখন বলা যাচ্ছে না।