SIR থেকে কাদের নাম বাদ পড়বে? কমিশনের ঘোষণার আগেই জানুন কী কী নথি প্রয়োজন

Published : Oct 24, 2025, 12:06 PM IST

ভোটার তালিকা সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই অবস্থায় SIR নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে অনেকের মধ্যে। তাই এক নজরে দেখুন কী কী নথি প্রয়োজন SIR-এর জন্য আর কাদের নাম বাদ পড়তে পারে 

PREV
16
SIR -র প্রস্তুতি শেষ পর্বে

পশ্চিমবঙ্গে খুব তাড়াতাড়ি চালু হবে ভোটার তালিকার বিশেষ নিবির সংশোধন বা SIR। নির্বাচন কমিশনের প্রস্তুতি প্রায় শেষ পর্বে। আগামী বছর প্রথম দিনেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তাই তার আগেই ভোটার তালিকা সংশোধন করে চূড়ান্ত তালিকা প্রকাশ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এই অবস্থায় SIR নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে অনেকের মধ্যে। তাই এক নজরে দেখুন কী কী নথি প্রয়োজন SIR-এর জন্য আর কাদের নাম বাদ পড়তে পারে।

26
প্রয়োজনীয় নথি

কমিশনের বেঁধে দেওয়া ১১টি নথি জমা দিতে হবে। সেগুলি হল

১। কেন্দ্রীয় বা রাজ্য সরকার বা রাাষ্ট্রায়ত্ব সংস্থার কর্মী বা পেনশন প্রাপকের পেনশন পেমেন্ট অর্ডার।

২।০১.০৭.১৯৮৭ - এই তারিখের আগে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাঙ্ক, ডাকঘর, ভারতীয় জীবন বিমা নিগম বা রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা প্রদত্ত যে কোনও পরিচয়পত্র বা শংসাপত্র বা নথি।

৩। উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া জন্মের শংসাপত্র বাা বার্থ সার্টিফিকেট।

৪। পাসপোর্ট

৫। স্বীকৃতি পর্যদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র।

৬। রাজ্য সরকার প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র

৭। বনভূমি অধিকার শংসাপত্র

৮। সরকার প্রদত্ত অনগ্রসর সম্প্রদায়, তফশিলিজাতি, উপজাতি, বা অন্য কোনও জাতিগত শংসাপত্র।

৯। জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি (যাদের হয়েছে)

১০। রাজ্য বা স্থানীয় কর্ত়ৃপক্ষের দেওয়া পরিবারপঞ্জি বা ফ্যামেলি রেজিস্টার।

১১। জমি বা বাড়ির সরকারি শংসাপত্র বা জমি বা বাড়ির দলিল।

36
নথি কোথায় দেবেন?

SIR-এর জন্য প্রয়োজনীয় নথি হল ১১টি। SIR-এর জন্য প্রত্যেকের বাড়িতে এনুমারেশন ফর্ম পৌঁছে দেবে নির্বাচন কমিশন। সেই ফর্মের সঙ্গেই নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া ১১টি নথির যে কোনও একটি নথি জমা দিতে হবে। একই সঙ্গে ২০০২ সালে তালিকায় বাবা অথবা মায়ের নাম রয়েছে তা প্রমাণ করতে পারলেই নতুনদের নাম ভোটার তালিকায় উঠে যাবে। যাদের ২০০২ সালের ভোটার তালিকায় নাম রয়েছে সেই নাম দেখাতে পারলে আর কোনও সমস্যা থাকবে না।

46
এনুমারেশন ফর্ম কারা পাবেন?

SIR ঘোষণা করার পরই দিল্লি থেকে এনুমারেশন ফর্মের সফট কপি নির্বাচনী নিবন্ধন আধিকারিক ইআরও -দের পোর্টালে পাঠিয়ে দেবে কমিশন। এখনকার ভোটার তালিকায় যাদের নাম রয়েছে তারা সকলেই এই ফর্ম পাবেন। প্রত্যেক ভোটারের এই ফর্ম আলাদা। ভোটারের এপিক নম্বর, নাম, ঠিকানা, জন্মতারিখ-সহ ৯০ শতাংশ তথ্য ফর্মে ছাপা থাকবে। একজন ভোটারপ্রতি দু’টি করে এনুমারেশন ফর্ম ছাপবে কমিশন। এখন পশ্চিমবঙ্গের ভোটার সংখ্যা প্রায় ৭.৬৫ কোটি। তার দ্বিগুণ ফর্ম ছাপা হবে। ওই ফর্মগুলি প্রত্যেক ভোটারের বাড়িতে পোঁছে দেবেন বিএলও-রা। ফর্মের বাকি অংশ পূরণ করে উপযুক্ত নথি-সহ জমা দিতে হবে। একটি ফর্ম সংশ্লিষ্ট ভোটারের কাছে থাকবে। অন্যটি বিএলও নিয়ে যাবেন।

56
কাদের নাম বাদ যাবে?

২০০২ সালে ভোটার তালিকায় পরিবারের কারো নাম নেই, ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন এমন ব্যক্তিদের তালিকা থেকে নাম বাদ দিতে পারে কমিশন। ভোটার তালিকায় থাকা সব মৃত আর অবৈধ ভোটারদের নাম বাদ যাবে। যারা অন্যত্র চলে গেছে, যাদের দুই জায়গায় নাম রয়েছে।

66
নতুন ভোটারদের করণীয়

কোনও ভোটার তালিকায় নাম নেই এমন ব্যক্তিদের নতুন করে ভোটার তালিকায় নাম তোলা হবে। তারা এনুমারেশন ফর্ম পাবেন না। তাদের কমিশনের ৬ নম্বর ফর্মে আবেদন করে নাম নথিভুক্ত করতে হবে।

Read more Photos on
click me!

Recommended Stories