শ্রমশ্রী প্রকল্পে মাসে এককালীন ও মাসে ৫০০০ টাকা! কিন্তু এই নথি জমা দেওয়া বাধ্যতামূলক

Published : Aug 27, 2025, 11:47 AM IST

শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক, যারা রাজ্যে ফিরতে চাইবেন তাদের এককালীন ৫ হাজার টাকা করে দেবে। নতুন কাজ না পাওয়া পর্যন্ত ১২ মাস অবধি প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। 

PREV
16
পরিযায়ী শ্রমিকদের জন্য

সম্প্রতি ভিনরাজ্যে আক্রান্ত হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বাংলায় কথা বলার জন্য়ই তাদের হেনস্থা হতে হচ্ছে। অনেক সময় আটকে রাখা হচ্ছে থানা। অনেকক্ষেত্রে মারধর করা হচ্ছে। যা নিয়ে রীতিমত উদ্বেগ তৈরি হয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকদের মধ্যে। ইতিমধ্যেই অনেক পরিযায়ী শ্রমিক কাজ ছেড়়ে রাজ্যে ফিরে আসতে শুরু করেছেন। এই কাজ হারা পরিযায়ী শ্রমিকদের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় শ্রমশ্রী প্রকল্প চালু করেছেন।

26
শ্রমশ্রী প্রকল্প

শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পরিযায়ী শ্রমিক, যারা রাজ্যে ফিরতে চাইবেন তাদের এককালীন ৫ হাজার টাকা করে দেবে। নতুন কাজ না পাওয়া পর্যন্ত ১২ মাস অবধি প্রতি মাসে ৫ হাজার টাকা করে দেওয়া হবে। অর্থাৎ এই প্রকল্পের সুবিধে পাওয়া যাবে টানা এক বছর। অনেকের কাছেই শ্রমশ্রী প্রকল্প 'নতুন বেকারভাতা ' হিসেবে পরিচিত।

36
বেকার ভাতার সঙ্গে পার্থক্য

রাজ্য সরকার রাজ্যের নথিভুক্ত বেকারদেরও ভাতা দেয়। যার নাম যুবশ্রী। তবে যুবশ্রী প্রকল্পে মাসে ১৫০০ টাকা করে ভাতা দেোয়া হয়। কিন্তু শ্রমশ্রী প্রকল্পের সঙ্গে যুবশ্রী প্রকল্পের কিছুটা পার্থক্য রয়েছে। শ্রমশ্রীর গেজেট সেই কথাই বলছে।

46
শ্রমশ্রীর গেজেট

শ্রমশ্রী প্রকল্পের গেজেটে লেখা হয়েছে জবলেস, আনএমপ্লয়মেন্ট- এই জাতীয় শব্দগুলি। যার অর্থ বেকার বা কর্মহীন। রাজ্য সরকার একে আনুষ্ঠানিকভাবে বেকার ভাতা না বলেও অনেকেই এটিকে বেকার ভাতা হিসেবে দেখছেন। তবে ইতিমধ্যেই শ্রমশ্রী প্রকল্পের জন্য় আবেদন শুরু হয়েছে।

56
শ্রমশ্রী প্রকল্পের আবেদন

বৃহস্পতিবার থেকে রাজ্যে শুরু হয়েছে 'আমাদের পাড়া আমাদের সমাধান' । এই কর্মসূতচিতে শ্রমশ্রী প্রকল্পের জন্য় আবেদন গ্রহণ করা হয়েছে। পোর্টালের মাধ্যমেও আবেদন করা যাবে। এই প্রকল্পে আবেদনকারীদের সরাসরি ব্যাঙ্কে টাকা পড়বে । বাকি প্রকল্পগুলিতে যেমন পড়ে।

66
আবেদন করতে হবে

তবে এই প্রকল্পে আবেদনের জন্য একটি নথি গুরুত্বপূর্ণ। ভিন রাজ্য সংশ্লিষ্ট ব্যক্তি কোথায় কাজ করেছিলেন তার নথি দেখাতে হবে। সেই নথি বাধ্যতামূলক। সেটি না হলে আবেদনপত্র গ্রাহ্য হবে না। ভিন রাজ্য থেকে আসা পরিযায়ী শ্রমিকদের আবেদনপত্রের সঙ্গে এই নথি দিতে হবে। এছাড়াও আধার কার্ড, প্যানকার্ড বা নাগরিক পরিচয়পত্র ও এই রাজ্যে বাসিন্দা- এমন প্রমানও জরুরি।

Read more Photos on
click me!

Recommended Stories