১৭ থেকে ২০ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ থাকতে চলেছে আংশিক মেঘলা।
সারা বছর হয়ত এই একটা খবর শোনার জন্যই মুখিয়ে থাকে রাজ্যবাসী। আর সেই খবরই শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ঠাকুর দেখায় বাদ সাধবে না বৃষ্টি। ১৭ থেকে ২০ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আকাশ থাকতে চলেছে আংশিক মেঘলা। বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। সপ্তমী এবং অষ্টমীতে দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির পূর্বাভাস নেই। নবমী এবং দশমীতে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় অতি হালকা থেকে হালকা বৃষ্টি হওয়ার ৩০ থেকে ৪০ শতাংশ সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলি জেলায় হতে পারে বৃষ্টি। তবে বিক্ষিপ্ত ভাবে। নবমী এবং দশমী দক্ষিণবঙ্গের বাকি জেলায় আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা। আকাশ থাকতে পারে আংশিক মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে, মহালয়ার পর থেকে আকাশ মোটামুটি পরিষ্কারই থাকবে বলে পূর্বাভাস। বৃষ্টির সম্ভাবনা নেই।
হাওয়া অফিস জানিয়েছে, ১৭ থেকে ২০ অক্টোবর দার্জিলিং এবং কালিম্পঙের দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরের বাকি জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। তাই সপ্তমী থেকে দশমী উত্তরের কোনও জেলাই ভিজবে না। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। দিনের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ৩৫ ডিগ্রির কাছাকাছি। দক্ষিণের অন্যান্য জেলাগুলিতেও তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী। দার্জিলিং জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি (স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি)। সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে প্রায় ২০ ডিগ্রির কাছাকাছি।