দুর্গাপুর কাণ্ডে জঘন্যতম অপরাধ, অভিযুক্ত সহপাঠীর হয়ে আদালতে সওয়াল নিয়ে বিস্ফোরক আইনজীবী

Published : Oct 16, 2025, 12:12 PM IST

Durgapur Crime News: দুর্গাপুরের বেসরকারি মেডিকেল কলেজের তরুণী  ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। অভিযুক্ত সহপাঠীর হয়ে আদালতে সওয়াল করল না কোনও আইনজীবী। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
দুর্গাপুর কাণ্ডে নয়া মোড়

দুর্গাপুরের তরুণী ছাত্রীকে গণধর্ষণ কাণ্ডে গ্রেফতার হওয়া সহপাঠীর হয়ে আদালতে দাঁড়ালো না কোনও আইনজীবী। সূত্রের খবর, অভিযুক্ত ওই সহপাঠীর সপক্ষে আদালতে দাঁড়াতে অস্বীকার করেন স্থানীয় আইনজীবীরা। এই বিষয়ে  দুর্গাপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের সভাপতি দেবব্রত সাঁই জানিয়েছেন, এমন জঘন্য অপরাধের ঘটনায় অভিযুক্তের হয়ে আদালতে কেউ দাঁড়াবেন না। 

25
গ্রেফতার নির্যাতিতার সহপাঠীও

পাঁচজন নয়! দুর্গাপুর গণধর্ষন কাণ্ডে ধৃতের সংখ্যা বড়ে হল ছয়। মঙ্গলবার সন্ধ্যায় এই বিষয়ে সাংবাদিক বৈঠক করেন দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী। তারপরই মেডিকেল ছাত্রীকে গণধর্ষন কাণ্ডে আরও একজনকে পাকড়াও করে পুলিশ। যারফলে ধৃতের সংখ্যা আরও বেড়ে হল ছয়। এই অভিযুক্ত নির্যাতিতা তরুণীর সহপাঠী বলে জানিয়েছে পুলিশ।

35
কী বলছে পুলিশ?

এই বিষয়ে মঙ্গলবার সাংবাদিক বৈঠকে দুর্গাপুরের পুলিশ কমিশনার সুনীলকুমার চৌধুরী বলেন যে, ‘’মেডিকেল পড়ুয়াকে গণধর্ষন কাণ্ডে নির্যাতিতার সহপাঠীরাও সন্দেহের ঊর্ধ্বে নয়। গত শুক্রবার সন্ধ্যায় তারা যে পোশাক পরেছিল সেগুলি বাজেয়াপ্ত করা হয়েছে। এবং সবার ডিএনএ পরীক্ষা করা হবে।''

45
মূল অভিযুক্ত কে?

এই বিষয়ে পুলিশ কমিশনার আরও বলেন যে, ‘’গত শুক্রবার হাসপাতালের তরফে লিখিত অভিযোগ পাওয়ার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ভ্যান। গ্রেফতার হয় চার অভিযুক্তকে। পরে রবিবার আরও এক অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে নেমে মঙ্গলবার নির্যাতিতার সহপাঠীকেও গ্রেফতার করেছে পুলিশ। ফলে দুর্গাপুর গণধর্ষন কাণ্ডে ধৃতের সংখ্যা বেড়ে ৬। নির্যাতিতার বন্ধুকে নিয়ে ঘচনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। সমস্ত দিকটা খতিয়ে দেখা হচ্ছে।''

55
মেডিকেল রিপোর্টে কী উঠে এলো

এদিকে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত নির্যাতিতার বয়ান অনুযায়ী একজনই তাঁকে ধর্ষন করেছে বলে জানা গিয়েছে। তবে এখনও তদন্ত যে খানিকটা বাকি রয়েছে সে কথাও জানিয়েছেন দুর্গাপুর পুলিশ কমিশনার। এবং বাকি তথ্য নির্যাতিতার মেডিক্যাল ও ফরেন্সিক রিপোর্ট পাওয়ার পরই জানা যাবে বলে মনে করা হচ্ছে।

Read more Photos on
click me!

Recommended Stories