দ্রুত শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে এগিয়ে আসছে দানা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ল্যান্ডফল করবে। সেই সময় কতটা উত্তাল হবে সমুদ্র- জানিয়ে দিল হাওয়া অফিস।
দ্রুত শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার সকালের মধ্যেই ল্যান্ডফল করবে।
উত্তাল হবে সমুদ্র
আলিপুর হাওয়া অফিস জনিয়েছে ঘূর্ণিঝড় দানার প্রভাবে যথেষ্ট উত্তাল হবে সমুদ্র। পশ্চিমবঙ্গে উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। সতর্ক করেছে হাওয়া অফিস।
দানার গতিবেগ
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযয়ী সমুদ্রে ঘণ্টায় ১২ কিলোমিটার প্রতিঘণ্টা গতিবেগে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় দানা। অভিমুখ উত্তর-পশ্চিম।
ল্যান্ডফলের এলাকা
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ওড়িশার ভিরতকণিকা থেকে ধামারার মধ্যে কোনও এলাকায় স্থলভাগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় দানা।
কখন ঢেউ উঠবে
আবহাওয়বীদর জানিয়েছেন ল্যান্ডফলের সময় সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে। অর্থাৎ বৃহস্পতিবার ভোররাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত জলোচ্ছ্বাসের সম্ভাবনা রয়েছে।
পশ্চিমবঙ্গের উপকূলে জলোচ্ছ্বাস
আবহাওয়াবীদরা জানিয়েছেন ওড়িশাতে দানা ল্যান্ডফল করলেও এই রাজ্যের উপকূলবর্তী এলাকায় জলোচ্ছ্বাস হতে পারে। দীঘা, মন্দারমণি ও সুন্দরবন এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে হাওয়া অফিস।
দীঘা মন্দারমণিতে জলোচ্ছ্বাস
আলিপুর হাওয়া অফিসের বার্তা অনুযায়ী দিঘা মন্দারমণি এলাকায় বৃহস্পতিবার রাত আড়াইটে থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টার মধ্যে ঢেউ উঠতে পারে ৯.৮৪ ফুট থেকে ১৪.৪৩ ফুট পর্যন্ত।
উপকূল খালি করার পরামর্শ
হাওয়া অফিস ইতিমধ্যেই উপকূল খালি করার পরামর্শ দিয়েছে। নৌকা, ছোট জলযানগুলিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে পরামর্শ দিয়েছে হাওয়া অফিস।
দানার অবস্থান
আলিপুর হাওয়া অফিসের শেষ বুলেটিন অনুযায়ী দানা রয়েছে ওড়িশার পারাদ্বীপ থেকে ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ধামারা থেকে ২১০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব এবং পশ্চিমবঙ্গের সাগরদ্বীপ থেকে ২৭০ কিলোমিটার দক্ষিণ দিকে রয়েছে।
দানার তাণ্ডব শুরু
বৃহস্পতিবার সকাল থেকেই দানার তাণ্ডব শুরু হয়েছে পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলবর্তী এলাকায়। দমকা হাওয়ার সঙ্গে প্রবল ঢেউ।
খালি উপকূল
ইতিমধ্যেই দিঘা, মন্দারমণির মত এই রাজ্যের জনপ্রিয় উপকূলগুলি খালি করতে বলা হয়েছে। দিঘা ও মন্দারমণির সমুদ্রে যাওয়ার রাস্তা আটকে দেওয়া হয়েছে। সতর্কতামূলক প্রচার চালাচ্ছে প্রশাসন।