AC Local Train News: রানাঘাটের পর এবার বনগাঁ রুটেও চলবে শীততাপ নিয়ন্ত্রিত লোকাল ট্রেন। খুব শীঘ্রই শুরু হয়ে যাবে এই পরিষেবা। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্য়ালারি…
অফিস টাইম হোক কিংবা দিনের অন্য কোনও সময়। বনগাঁ লোকাল মানেই ভিড়ে ঠাসা যাত্রীদের ঘেমেনেয়ে একাকার অবস্থা। এবার এই বনগাঁ লোকালের যাত্রীদের জন্য দারুন সুখবর দিচ্ছে পূর্বরেলের শিয়ালদহ ডিভিশন। শিয়ালদহ-বনগাঁ এই রুটে এবার থেকে মিলবে এসি ট্রেনের পরিষেবা। গন্তব্যে যাওয়ার জন্য পাওয়া যাবে এসি লোকাল ট্রেন।
28
কবে থেকে শুরু হবে এই পরিষেবা?
রেল সূত্রে খবর, শিয়ালদহ-বনগাঁ রুটে এসি লোকাল ট্রেন পরিষেবা চলতি জুলাই মাসের ১৮ তারিখ থেকে চালু হতে পারে। প্রধানমন্ত্রীর হাত ধরেই নয়া দুটি এসি লোকাল ট্রেন এবং ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন হতে পারে বলে জানা গিয়েছে।
38
কোথা থেকে পাওয়া যাবে এসি লোকাল পরিষেবা?
পূর্বরেলের শিয়ালদহ ডিভিশন সূত্রে খবর, চলতি মাস থেকে ট্রেন দুটি চালু হলেও এখনই সেটি সরাসরি শিয়ালদহ থেকে নয়। বরং পাওয়া যাবে বারাসাত থেকে। বারাসাত-বনগাঁ রুটে চলবে এই নতুন এসি লোকাল ট্রেন। যাত্রী ভিড়ের কথা মাথায় রেখেই সেইভাবেই তৈরি করা হচ্ছে ট্রেনের পরিকাঠামো।
জানা গিয়েছে, শুধু এসি বনগাঁ লোকালই নয়। চলতি মাসেই কলকাতা-মালদহ রুটের জন্য একটি ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে শিয়ালদহ ডিভিশন। এছাড়াও শিয়ালদহ-রানাঘাট রুটের জন্য একটি এসি লোকালের রেক কারশেডে রয়েছে।
58
এসি বনগাঁ গ্যালপিং লোকাল
রেল সূত্রে খবর, ট্রেনটি আপাতত গ্যালপিং লোকাল হিসেবেই চলবে। যাত্রী ভিড় এবং অফিস টাইমে বনগাঁ রুটের ভিড়ের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।
68
কত টাকা থেকে শুরু ভাড়া?
এমনিতেই রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের যাত্রীরা ৫-১০ অথবা ২০ কিলোমিটার যাত্রায় যে টাকা দিয়ে টিকিট কাটতেন এসি লোকাল ট্রেনের ক্ষেত্রে একই কিলোমিটারে বাড়বে ভাড়া। ফলে ১০ কিলোমিটার পর্যন্ত এসি লোকাল ট্রেনে যাওয়ার জন্য টিকিটের দাম পড়বে ২৯ টাকা। একই সঙ্গে ১০ থেকে ১৫ কিলোমিটার যাত্রায় ট্রেন ভাড়া পড়বে ৩৭ টাকা। এছাডা়ও মাসিক টিকিটের দাম পড়বে ৫৯০ টাকা এবং ৭৯০ টাকা। তবে এই ভাড়া রানাঘাট-শিয়ালদহ রুটের জন্য হলেও বনগাঁ রুটের ভাড়া কত হবে সেই বিষয়ে এখনও স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
78
আরও একটি নতুন ট্রেনের উদ্বোধন
তবে শুধু এসি বনগাঁ লোকালই নয়। কলকাতা-মালদহ রুটে আরও একটি নতুন ইন্টারসিটি এক্সপ্রেস পাচ্ছে পূর্বরেলের শিয়ালদহ ডিভিশন। এর ফলে যাত্রী চাপ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।
88
কবে থেকে উদ্বোধন
রেলের তরফে এই ট্রেনগুলি চালু করার ছাড়পত্র মিললেও কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের উপস্থিতিতে সরাসরি এর উদ্বোধন করা হবে। তবে জানা গিয়েছে, আগামী ১৮ জুলাই দিল্লি থেকেই ভার্চুয়াল ভাবেই এই দুটি এসি লোকাল ট্রেন ও একটি ইন্টারসিটি এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব কিছু ঠিকঠাক থাকলে খুব শীঘ্রই এসি লোকালে চড়তে পারবেন বনগাঁ রুটের যাত্রীরা।