- Home
- World News
- Bangladesh News
- Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Bangladesh: 'হাসিনাকে ফ্যাসিবাদী গড়ে তুলেছে দিল্লির শাসকরা', ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে কড়া পদক্ষেপ ইউনূস সরকারের
Bangladesh News: ভারতের নির্বাচন কমিশনকে এবার কালো তালিকাভুক্ত করল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। শেখ হাসিনার সরকারের আমলে ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ ঘোষণা করায় এই সিদ্ধান্ত। বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

ইউনূস রোষানলে ভারতের নির্বাচন কমিশন
বিদায়ী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে হওয়া ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ ঘোষণা করায় এবার ভারতের জাতীয় নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার।
কেন ইউনূসের এই সিদ্ধান্ত
জানা গিয়েছে, শেখ হাসিনার সময়ে বাংলাদেশের ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ অ্যাখ্যা দেওয়ায় ভারতের নির্বাচন কমিশনকে কালো তালিকাভুক্ত করল মুহাম্মদ ইউনূসের সরকার।
আমন্ত্রণ জানানো হবে না ভারতকে
শুধু তাই নয়, ইউনূসের এই সিদ্ধান্তে আরও জানা গিয়েছে যে, আগামী বছর বাংলাদেশের সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ভারতের কোনও নির্বাচন কমিশনের প্রতিনিধিকে এই বিষয়ে আমন্ত্রণ জানানো হবে না। এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ইউনূসের পোষ্যভৃত্য নির্বাচন কমিশনার এএমএম নাসিরুদ্দিন।
মুক্তিযুদ্ধ বিরোধীদের আমন্ত্রণ
শুধু ভারতের নির্বাচন কমিশন নয়, এই তালিকায় ভারতের নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত কাজ করে এমন কোনও সংস্থাকে ঢাকায় পা রাখতে দেওয়া হবে না বলে জানানো হয়েছে। তবে মুক্তিযুদ্ধ বিরোধী ইউরোপীয় ইউনিয়নের সংস্থাগুলোকে ভোট পর্যবেক্ষণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
ইউনূস সরকারের দাবি
আরও জানা গিয়েছে, শেখ হাসিনার আমলে বাংলাদেশে ভোটের সময় ভারত থেকে পর্যবেক্ষক হিসেবে বিশেষ প্রতিনিধি পাঠিয়েছিল জাতীয় নির্বাচন কমিশন। সেই দলে ছিলেন ভারতের সিনিয়র ডেপুটি নির্বাচন কমিশনার ধর্মেন্দ্র শর্মা। তার সঙ্গে ছিলেন কমিশনের আরও দুই উচ্চ পদস্থ কর্মকর্তা। তাঁরাই বাংলাদেশের (Bangladesh) নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ অ্যাখ্যা দিয়েছিলেন।
বাংলাদেশ নির্বাচন কমিশনের দাবি
এই বিষয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন প্রধান এএমএম নাসিরুদ্দিন জানান, শেখ হাসিনার আমলে হওয়া তিনটি নির্বাচনকে যারা বা যে সব সংস্থা শান্তিপূর্ণ ভোট হয়েছে বলে অ্যাখ্যা দিয়েছিল সেই সব সংস্থাকে আগামী নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়নি।
ভারতকে আক্রমণ ইউনূস সরকারের
শুধু তাই নয়, বাংলাদেশের পূরবর্তী নির্বাচন নিয়ে ভারতের কড়া সমালোচনা করেছেন, অন্তর্বর্তী সরকারের নির্বাচন কমিশন প্রধান এএমএম নাসিরুদ্দিন। তিনি বলেন, ‘’শেখ হাসিনাকে ফ্যাসিবাদি হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে বিশেষ ভূমিকা নিয়েছিল দিল্লির শাসকরা। লুঠপাটের ভোটকে অবাধ ও শান্তিপূর্ণ ঘোষণা করেছিল ভারতের নির্বাচন কমিশনের আধিকারিকরা।''

