AC Local Train News: গরমে দীর্ঘ ট্রেন যাত্রা অনেকের কাছেই খুবই কষ্টকর। কিন্তু এই কষ্ট কম করতে যদি চালু হয় এসি লোকাল ট্রেন, তাহলে কেমন হয় বলুন তো? পূর্ব রেলের যাত্রীদের জন্য দারুন সুখবর। বিস্তারিত জানুন ফটো গ্য়ালারিতে…
শহরতলি থেকে শহরে গিয়ে কাজকর্ম হোক কিংবা পড়াশোনা। লোকাল ট্রেনই রুজিরুটির ভরসা। কিন্তু যা গরম পড়ছে তাতে ট্রেনে উঠলেই রীতিমতোন ঘেমেনেয়ে একাকার অবস্থা। এই পরিস্থিতিতে নিত্যযাত্রীদের জন্য রয়েছে দারুন সুখবর। খুব শীঘ্রই বেশকিছু রুটে চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন পরিষেবা।
26
এসি লোকাল ট্রেন
এর আগে ভারতীয় রেলের মুম্বই শাখার কিছু অংশে এসি লোকাল ট্রেন চললেও পূর্ব রেলের কোনও রুটেই এই পরিষেবা উপলদ্ধ ছিলো না। তবে এবার থেকে পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশনের বেশকিছু রুটে মিলবে এসি লোকাল ট্রেন পরিষেবা।
36
কোন কোন রুটে মিলবে এই পরিষেবা?
এই বিষয়ে পূর্ব রেল সূত্রে খবর, সম্প্রতি চেন্নাই থেকে এসি কোচের একটি রেক এসে পৌঁছেছে। ট্রায়াল রানের পরই শুরু হয়ে যাবে পরিষেবা। এরজন্য সপ্তাহ দুই-তিনেক সময় লাগবে। এই পরিষেবা মিলবে আপাতত শিয়ালদহ-রানাঘাট রুটে।
রেল সূত্রে খবর, লোকাল ট্রেনের যাত্রীরা ৫-১০ অথবা ২০ কিলোমিটার যাত্রায় যে টাকা দিয়ে টিকিট কাটতেন এসি লোকাল ট্রেনের ক্ষেত্রে একই কিলোমিটারে বাড়বে ভাড়া। ফলে ১০ কিলোমিটার পর্যন্ত এসি লোকাল ট্রেনে যাওয়ার জন্য টিকিটের দাম পড়বে ২৯ টাকা। একই সঙ্গে ১০ থেকে ১৫ কিলোমিটার যাত্রায় ট্রেন ভাড়া পড়বে ৩৭ টাকা। এছাডা়ও মাসিক টিকিটের দাম পড়বে ৫৯০ টাকা এবং ৭৯০ টাকা।
56
আরও বাড়বে চেকিং
এসি লোকালের জন্য কোনও নন এসি লোকালকে সরানো যাবে না, তা আগেই ঠিক করা রয়েছে। ফলে দু’টি ট্রেনের মধ্যে নতুন এসি লোকালের জন্য সময় খুঁজতে হবে। এছাড়া শিয়ালদহের অনুকূল পরিকাঠামোয় সাজাতে হবে রেককে। ডিসপ্লে বোর্ড থেকে আনুষাঙ্গিক সবই সাজাতে হবে নতুন করে। এজন্য সপ্তাহ দু’য়েক সময় লাগবে বলে জানিয়েছে শিয়ালদহ ডিভিশন। এছাড়াও নিরাপত্তা ব্যবস্থার জন্য জোরদার কড়া হবে চেকিং।
66
১২ কোচের এসি ট্রেন
পূর্ব রেল সূত্রে খবর, নতুন যে এসি ট্রেন চালানো হবে তা হবে ১২ কোচের। ১২ কোচের এই ট্রেনে এগারোশোর বেশি সিট থাকবে। এছাড়া দাঁড়িয়ে যাতায়াত করতে পারবেন যাত্রীরা। যদিও শিয়ালদহ-রানাঘাটের মধ্যে প্রথম এসি লোকালটি সব স্টেশন দাঁড়াবে না বলে জানা গিয়েছে। সেটি কোথায়-কোথায় থামবে তা এখনও ঠিক হয়নি। সব মিলিয়ে খুব শীঘ্রই শিয়ালদহ রুটের এই শাখায় চালু হচ্ছে এসি লোকাল ট্রেন।