নিয়োগ দুর্নীতি থেকে সন্দেশখালি- 'রেকর্ড' টাকা বাজেয়াপ্ত ED-র, টাকার অঙ্ক শুনলে চোখ কপালে উঠবে আপনার

লক্ষ নয়, কোটি বললেও ভুল হবে. গত চার বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট শুধুমাত্র বাংলা থেকেই বাজেয়াপ্ত করছে রাশি রাশি টাকা। ইডি-র ইন্টার্ন জোনের ডিরেক্টর বদলের সময়ই সামনে এল সেই তথ্য।

 

Saborni Mitra | Published : Sep 23, 2024 3:39 PM
112
রেকর্ড টাকা বাজেয়াপ্ত

সারদা- রোজভ্যালির মত চিটফান্ড-কাণ্ডেও যা হয়নি তা হয়েছে গত চার বছর। রেকর্ড পরিমান টাকা বাজেয়াপ্ত করেছে ইডি।

212
'এগিয়ে বাংলা'

২০২০-২১ অর্থবর্ষ থেকে ২০২৪ পর্যন্ত ইডির ইস্টার্ন জোন যে পরিমাণ টাকা উদ্ধার করেছে তা সারা দেশে রেকর্ড। তবে এই ব্যাপারে সবথেকে এদিয়ে বাংলা। মহারাষ্ট্র, গুজরাটের মত ধনী রাজ্যগুলিকে পিছনে ফেলে দিয়েছে দুর্নীতিতে।

312
ইন্টার্ন জোনের ডিরেক্টর পরিবর্তন

গত চার বছর ইন্টার্ন জোনের দায়িত্ব ছিলেন সুভাষ আগরওয়াল। সোমবারই স্পেশাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব নিচ্ছেন সত্যব্রত কুমার।

412
সত্যব্রত কুমার

সত্যব্রত কুমারের সামনে নতুন চ্যালেঞ্জ থাকবে এই রেকর্ড ভেঙে দেওয়ার। তবে তিনি নীরব মোদী, মেহুল চোকসি, বিজয় মালিয়া, ইকবাল মির্চির মত হাইপ্রোফাইল কেসের দায়িত্বে ছিলেন।

512
১১ হাজার ৫০০ কোটি টাকা উদ্ধার

ইডির ইস্টার্ন জোনের রেকর্ড ইডি সূত্রে খবর গত চার বছর ইডির ইস্টার্ন জোন ১১ হাজার ৫০০ কোটি টাকা উদ্ধার হয়েছে। যার অধিকাংশই বাংলা থেকে।

612
ইস্টার্ন জোনের রাজ্য

পশ্চিমবঙ্গ ছাড়াও ইস্টার্ন জোনের জোনের রাজ্যগুলি হল অসম, মণিপুর, মেঘালয়, ওড়িশা।

712
টাকা উদ্ধার

ইডি সূত্রের খবর এই রাজ্য সব থেকে বেশি টাকা উদ্ধার হয়েছে নিয়োগ দুর্নীতি মামলায়।

812
নিয়োগ দুর্নীতি মামলা

ইডি সূত্রের খরর প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত হয়েছিল ১৫০ কোটি টাকা। আর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় বাজেয়াপ্ত হয়েছে ২৩০ কোটি টাকা।

912
সন্দেশখালি মামলা

সন্দেশখালি জমি দখল মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত হয়েছে ৩০ কোটি টাকা।

1012
রেশন দুর্নীতি মামলা

রেশন দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত বাজেয়াপ্ত টাকার পরিমাণ ৩৬ কোটি।

1112
বাকি মামলা

বাংলাদেশ ব্যাঙ্ক প্রতারণা মামলায় বাজেয়াপ্ত ১০,০০০ কোটি টাকা। ই-নাগেটস গেম অ্যাপ মামলায় বাজেয়াপ্ত ১৫০ কোটি টাকা। টিপি গ্লোবাল অনলাইন ফোরেক্স স্ক্যাম মামলায় বাজেয়াপ্ত ২৭৫ কোটি টাকা। ভুয়ো কল সেন্টার (Met টেকনোলজি) মামলায় বাজেয়াপ্ত ৯০ কোটি টাকা।

1212
সত্যব্রতর সাফল্য

নীরব মোদি ও মেহুল চোকসির বিরুদ্ধে হওয়া পিএমএলএ (PMLA) মামলায় দেশের মধ্যে প্রথম সর্বোচ্চ ১৫ হাজার ২০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ফিরিয়েছেন সত্যব্রত কুমার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos