Anubrata Mondal: দোলের দিনই অনুব্রতর দিল্লি যাত্রা, রইল যাত্রাপথের সম্ভাব্য সূচি

Published : Mar 06, 2023, 07:23 PM IST
Anubrata Mondal

সংক্ষিপ্ত

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা দোলের দিন অর্থাৎ মঙ্গলবার। সকাল ৬টায় তাঁকে বের করা হতে পারে আসানসোল সংশোধনাগার থেকে। 

দোলের দিনই গরু পাচার-কাণ্ডে অনুব্রত মণ্ডলকে দিল্লি নিয়ে যাওয়ার হতে পারে। মঙ্গলবারই তাঁকে পেশ করা হতে পারে দিল্লির বিশেষ আদালতে। আসানসোল জেল সূত্রে এমনই খবর পাওয়া গেছে। গরু পাচার-কাণ্ডে ধৃত তৃণমূল কংগ্রেস নেতা বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছে। তাকে দিল্লির রাউস অ্যাভেনিউ কোর্টে পেশ করতে চায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। কিন্তু তাঁর দিল্লি যাত্রা নিয়ে বিস্তর জল ঘোলা হয়েছে। এদিন আসানসোলের সিবিআই আদালতের নির্দেশের পরই জট কাটতে শুরু করে।

অনুব্রতর দিল্লি যাত্রাঃ

অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রার সম্ভাব্য এটি সূচি পাওয়া গিয়েছে আসানসোল জেল সূত্রে। সেখানে বলা হয়েছে মঙ্গলবার সকাল ৬টায় দিল্লি উদ্দেশ্যে যাত্রা শুরু হবে আসানসোল জেল থেকে। আদালতের নির্দেশ অনুযায়ী তৃণমূল নেতার নিরাপত্তার দায়িত্বে থাকবে রাজ্য পুলিশ। কলকাতায় আনা হবে।

বেলা ১১টা নাগাদ অনুব্রত মণ্ডলকে নিয়ে যাওয়া হবে জোকা ইএসআই হাসপাতালে। কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী সেখানেই হবে স্বাস্থ্য পরীক্ষা। কেন্দ্রীয় হাসপাতাল ফিট সার্টিফিকেট দিলে তারপর জেল কর্তৃপক্ষ অনুব্রতে হ্যান্ডওভার করবে ইডির হাতে। তারপরই ইডি বিমানে করে তাঁকে দিল্লি নিয়ে যেতে পারে। মঙ্গলবারই অনুব্রতকে পেশ করা হতে পারে দিল্লির আদালতে।

শনিবারই কলকাতা হাইকোর্ট অনুব্রতর দিল্লি যাত্রার ওপর ছাড়পত্র দিয়েছিল। কিন্তু অনুব্রতর নিরাপত্তার দায়িত্বে কে নেবে? তা নিয়ে ইডি আর রাজ্য পুলিশের মধ্যে টানাপোড়েন শুরু হয়েছিলেন। ইডি কয়েকটি চিঠি লিখে অনুব্রতকে কলকাতায় পাঠানোর বিষয়ে বিস্তারিত জানতে চেয়েছিল আসানসোল জেল কর্তৃপক্ষের কাছে। কারণ সেখানেই রয়েছেন তৃণমূলের নেতা। কিন্তু জেল কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছেন অনুব্রতর নিরাপত্তার দায়িত্ব নিতে নারাজ আসালসোল - দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ইডি নিরাপত্তার ব্যবস্থা করে অনুব্রতকে দিল্লি নিয়ে যেতে পারে বলেও জানিয়েছিল।

এই টানাপোড়েনের মধ্যেই আসানসোল জেল আসানসোল সিবিআই আদালতের কাছে লিখিতে আকারে আবাদেন জানায়। অনুব্রতর দিল্লি যাত্রা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে স্পষ্ট নির্দেশ চায়। জেল কর্তৃপক্ষের আবেদনের ভিত্তিতেই আসানসোল সিবিআই আদালতের বিচারক স্পষ্ট করে জানিয়ে দেন, আসানসোল জেল কর্তৃপক্ষই অনুব্রতকে কলকাতা নিয়ে যাবে। সেই সময় তাঁকে নিরাপত্তা দেবে আসানসোল পুলিশ। কলকাতায় কেন্দ্রীয় হাসপাতালে মেডিক্যাল টেস্ট হবে। হাসপাতার ফিট সার্টিফিকেট দেওয়ার পরেই জেল কর্তৃপক্ষ অনুব্রতকে ইডির হাতে তুলে দেবে। তারপর অনুব্রত নিরাপত্তার দায়িত্ব ইডির। তবে জেল কর্তৃপক্ষ ফোন বা ইমেলের মাধ্যমে অনুব্রতর সব তথ্য আসানসোল পুলিশ ও ইডি আধিকারিক পঙ্কড কুমারকে জানাবে। একই সঙ্গে দ্রুত এই নির্দেশ কার্যকর করারও নির্দেশ দিয়েছেন বিচারক।

PREV
click me!

Recommended Stories

বৃহস্পতিবারই শেষ এসআইআর ফর্ম ফিলাপের সময়সীমা, রাজ্যে ভুয়ো ভোটার কত?
Lakshmir Bhandar: দারুণ খবর! জানুয়ারি থেকে ২৫০০ টাকা হবে লক্ষ্মীর ভাণ্ডার? ইঙ্গিত সরকার পক্ষের