একযোগে পিসি-ভাইপোর বাড়িতে হানা ED, নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা

Published : Aug 25, 2025, 10:02 AM ISTUpdated : Aug 25, 2025, 10:57 AM IST
tmc ed

সংক্ষিপ্ত

Recruitment corruption case: ইডি সূত্রের খবর মুর্শিদাবাদ,বীরভূমের সঙ্গে কলকাতাতেও একাধিক স্থানে তল্লাশি চালছে। নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। 

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সোমবার কলকাতা-সহ একাধিক জেলায় তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। সূত্রের খবর ইডির একটি দল গিয়েছে মুর্শিদাবাদ ও বীরভূমে। মুর্শিদাবাদের কান্দিতে বড়েয়ার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ফের তল্লাশি চালাচ্ছে বলে সূত্রের খবর। জীবনকৃষ্ণ সাহা বর্তমানে বাড়িতেই রয়েছে। অন্যদিকরে বীরভূমের সাঁইথিয়ার ৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর মায়া সাহার বাড়িতে রয়েছে কেন্দ্রীয় সংস্থার আধিকারিকরা। মায়া সম্পর্কে জীবনকৃষ্ণ সাহার পিসি হন। তৃণমূলের একটি সূত্রের খবর ইডির আধিকারিকরা একযোগে পিসি ভাইপোর বাড়িতে রয়েছে।

ইডি সূত্রের খবর কলকাতাতেও একাধিক স্থানে তল্লাশি চালছে। নিয়োগ দুর্নীতি মামলার সঙ্গে যুক্ত বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। ইডির সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। কান্দিতে জীবনকৃষ্ণ সাহার গ্রামের বাড়িতে একটি দল রয়েছে বলে সূত্রের খবর। ইডির পাঁচ সদস্য তৃণমূল বিধায়কের বাড়িতে যায়। সূত্রের খবর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তৃণমূল বিধায়ককে।

সাঁইথিয়ায় তৃণমূল কাউন্সিলর মায়া রায়ের বাড়ির সামনেও রয়েছে কেন্দ্রীয় বাহিনী। ইডির আধিকারিকরা বাড়ির ভিতরে রয়েছে। তবে কীসের সন্ধানে তল্লাশি অভিযান চলছে তা স্পষ্ট নয়। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের পিয়ারাপুরে জীবনকৃষ্ণ সাহার স্ত্রী টগর সাহার বাড়ি। সেখানেও রয়েছে ইডির একটি দল। মহিষ গ্রামের বাসিন্দা ব্যাঙ্ক কর্মী রাজেশ ঘোষের বাড়িতেও তল্লাশি অভিযান চলছে।

২০২৩ সালে নিয়োগ দুর্নীতি মামলায় ১৭ এপ্রিল তৃণমূল কংগ্রেসের বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে গ্রেফতার করেছিল সিবিআই। সেই সময় নিয়োগ দুর্নীতি মামলার তথ্য লোপাটের জন্য তিনি নিজের দাবি মোবাইল ফোন পুকুরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন। কয়েক ঘণ্টার চেষ্টায় সেই ফোনও উদ্ধার করে ইডি। এই ঘটনার প্রায় ১৩ মাস পরে সুপ্রিম কোর্টে জামিন পান জীবনকৃষ্ণ সাহা। কিন্তু ফের নিয়োগ দুর্নীতি ইস্যুতে সক্রিয় হয়েছে ইডি।

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

চাপের মুখে বাবরি মসজিদ নিয়ে বড় ঘোষণা হুমায়ুন কবীরের, দেখুন কী বলছেন
এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট তৈরি করার হিড়িক! মালদহ মেডিক্যালে চাঞ্চল্য