Sandeshkhali: ছাব্বিশের আগে ফের রণক্ষেত্র সন্দেশখালি, তৃণমূল-বিজেপি সংঘর্ষে মারাত্মক ঘটনা!

Published : Apr 19, 2025, 04:41 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Sandeshkhali News: বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই ফের খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali News)। এবার সন্দেশখালিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মার পাল্টা মারে দুই পক্ষেরই জখম আটজন।       

Sandeshkhali News: বছর ঘুরলেই রাজ্যে ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগেই ফের খবরের শিরোনামে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি (Sandeshkhali News)। এবার সন্দেশখালিতে তৃণমূল-বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। মার পাল্টা মারে দুই পক্ষেরই জখম আটজন। তার মধ্যে আবার একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

সূত্রের খবর, সন্দেশখালিতে বিজেপি কর্মী সমর্থকদের হাতে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের কর্মী। অভিযোগ, ঘটনায় এখনও পর্যন্ত আটজন হাসপাতলে ভর্তি। পাল্টা বিজেপির দাবি, তাঁদের কর্মী কর্মীরাও আক্রান্ত হয়েছেন। গোটা বিষয়টি পুলিশকে জানিয়ে একে অপরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে (Sandeshkhali News)।

আরও জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাটের সন্দেশখালি থানার জেলেখালি গ্রাম পঞ্চায়েতের পাখিরালয় এলাকায়। অভিযোগ, শনিবার সকাল ১০টা নাগাদ চায়ের দোকানে এক দল তৃণমূল কর্মী চা খাচ্ছিল। সেই সময় স্থানীয় বিজেপি নেতা ইয়াকুব বৈদ্যের নেতৃত্বে একদল দুষ্কৃতী পাখিরালয় মৌজায় ১৯২ এবং ১৯৩ বুথের তৃণমূল কর্মীদের উপরে অতর্কিতে আক্রমণ চালায়। তাঁদের ওপর ধারালো অস্ত্র নিয়ে এলোপাথাড়ি আক্রমণ শুরু করে। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়ায়।

শুধু তাই নয়, ছয় থেকে সাত জনের উপরে প্রাণঘাতী হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে। আক্রান্তরা প্রত্যেকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে গোটা ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে উঠতেই পাল্টা বসিরহাট বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি সুকল্যাণ বৈদ্য বলেন, ''জেলিয়াখালি পঞ্চায়েতের প্রধান সাইফুদ্দিন মোল্লার নেতৃত্বে আমাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে ঘরবাড়ি ভাঙচুর করেছে।''

এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় সন্দেশখালি থানার পুলিশ। পুলিশ গিয়েই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্দেশখালি থানায় একে অপরের বিরুদ্ধে পাল্টা লিখিত অভিযোগ দায়ের করেছে দু-পক্ষই। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

অন্যদিকে, চাকরি কেলেঙ্কারি ও হিন্দু হত্যার অভিযোগে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে এবং একাধিক ইস্যুতে শনিবার ঝাড়গ্রাম শহরে প্রতিবাদ মিছিল করে ঝাড়গ্রাম সাংগঠনিক জেলা বিজেপি। এদিন মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি জানায় গেরুয়া শিবির।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?