Bhangar: রাতের অন্ধকারে পুড়ল মমতা-অভিষেকের ছবি, পার্টি অফিসে অগ্নিকাণ্ডে ষড়ষযন্ত্রের গন্ধ!

Published : Apr 19, 2025, 01:29 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Tmc News: রাতের অন্ধকারে ফেল তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগের তির আইএসএফ-এর বিরুদ্ধে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।                  

Tmc News: রাতের অন্ধকারে ফেল তৃণমূলের পার্টি অফিসে আগুন লাগানোর অভিযোগ উঠল দুস্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। অভিযোগের তির আইএসএফ-এর বিরুদ্ধে। গোটা বিষয়টি খতিয়ে দেখে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শুক্রবার গভীর রাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে আগুন লাগানোর ও ভাঙচুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থল, ভাঙড় ২ নম্বর ব্লকের চকমরিচা তেতুলতলার ঘাট এলাকায়। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আইএসএফ সমর্থকরাই আগুন লাগিয়েছে।

তৃণমূলের তরফে আরও অভিযোগ, পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং সেখানে থাকা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও বিধায়ক শওকত মোল্লার ছবি ছিড়ে ফেলে পুড়িয়ে দেওয়া হয়। এমনকি একটি ক্রাম বোর্ডও ভেঙে খালে ফেলে দেওয়া হয বলে জানিয়েছেন তারা।

ঘটনার খবর পেয়ে উত্তর কাশীপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। বিশাল পুলিশবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ঘটনার তদন্ত শুরু করে। তবে ঘটনার পিছনে রাজনৈতিক ষড়যন্ত্রের আশঙ্কা করছে তৃণমূল নেতৃত্ব। যদিও এই অভিযোগ নিয়ে এখনও আইএসএফ-এর পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

অন্যদিকে, তৃণমূল পঞ্চায়েত সদস্যকে মারধররের অভিযোগ দুষ্কৃতীদের বিরুদ্ধে। দক্ষিণ মাখালতলার ২৩ নম্বর বুথের তৃণমূল পঞ্চায়েত সদস্য আজিজুল লস্কর ওরফে বাবুলাল কে মারধর করার অভিযোগ। আহত পঞ্চায়েত সদস্য বাবুলাল জানান, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার মিটিংয়ের ডাকে এক দলীয় ২০ তারিখ শোনপুর এলাকায় দলীয় প্রোগ্রাম হবে, তার প্রস্তুতি বৈঠক ছিল। বৈঠক সেরে রাত ১১ টা নাগাদ বাড়ি ফেরার পথে দুষ্কৃতীরা রাস্তা আটকে মারধর করে। ঘটনায় গুরুতর জখম তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ আরও দুই। স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য ঘুটিয়া শরিফ স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায় প্রাথমিক চিকিৎসার পর, ক্যানিং মহকুমা হাসপাতালে রেফার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে জীবনতলা থানার পুলিশ।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Samik Bhattacharya: ‘SIR বন্ধ করে দিন তবুও ২০২৬-এ তৃণমূল হারবে!’ চ্যালেঞ্জ শমীকের
এই বাংলাতেই কেন বাবরি মসজিদ? তৃণমূলের গভীর 'গেম প্ল্যান'? কী বললেন শুভেন্দু, অধীর, সুজন, শুভঙ্কর?