পশ্চিমবঙ্গে কবে থেকে SIR শুরু? নির্বাচন কমিশনের কাজ আটকে এই ৪টি কারণে

Published : Oct 13, 2025, 10:09 AM IST

SIR in West Bengal: নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর অনুযায়ী পুজোর পরে অর্থাৎ এখন থেকেই রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুজোর ছুটি শেষের পরে কেটে গেছে এক সপ্তাহ। এখনও এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়নি 

PREV
17
পশ্চিমবঙ্গে SIR

পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হবে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। রাজ্য সরকার রাজ্যে SIR প্রক্রিয়া নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে। রাজ্য সরকারের দাবি SIR-এর আড়ালে NRC করা যাবে না। বৈধ ভোটারদের কিছুতেই তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। কিন্তু বিরোধী দল অর্থাৎ বিজেপি রাজ্যে SIR-এর পক্ষেই সওয়াল করেছেন। এই পরিস্থিতিতে রাজ্যে কবে থেকে শুরু হবে SIR- তাই নিয়েই প্রশ্ন উঠছে।

27
কথা ছিল...

নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর অনুযায়ী পুজোর পরে অর্থাৎ এখন থেকেই রাজ্যে SIR প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। কিন্তু পুজোর ছুটি শেষের পরে কেটে গেছে এক সপ্তাহ। এখনও এই প্রক্রিয়া পুরোপুরি শুরু হয়নি। তাই SIR নিয়ে আবারও প্রশ্ন উঠতে শুরু করেছে।

37
কালীপুজো-দীপাবলির পরই SIR?

নির্বাচন কমিশনের একটি সূত্রের খবর, কালীপুজো, দীপাবলির পরই সরকারি অফিসগুলি পুরোদমে খুলে যাবে। আর সেই সময়ই রাজ্যে শুরু হবে SIR প্রক্রিয়া। এখনও SIR-র জন্য কর্মী নিয়োগ -সহ একাধিক গুরুত্বপূর্ণ কাজ শেষ করা যায়নি। সেই জটিলতায় আপাতত SIR শুরু হচ্ছে না।

47
রাজ্য ছুটি

নির্বাচন কমিশন সূত্রের খবর দীপাবলি, ভাইফোঁটা, ছট ও জগদ্ধাত্রী পুজোর জন্য রাজ্য সরকারি অফিসগুলি আগামী ১৮ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। সরকারি অফিস খুলবে ২৯ অক্টোবর। সেই সময়ই থেকেই SIR প্রক্রিয়া শুরু হবে রাজ্যে। এটি একটি গুরুত্বপূর্ণ কারণ রাজ্যে এসআইআর শুরু না হওয়ার।

57
গুরুত্বপূর্ণ কাজ বাকি!

নির্বাচন কমিশন সূত্রের খবর, ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকা মেলানবা ম্যাপিং-এর কাজ এখনও শেষ হয়নি। এই কাজ শেষ না হলে SIR শুরু করা যাবে না। বাকি রয়েছে নিয়োগ প্রক্রিয়া। ৮০৬০০ বিএলও পদের মধ্যে এখনও কিছু পদে নিয়োগ বাকি রয়েছে। বাকিদের নিয়োগ করে প্রশিক্ষণের পরেই শুরু হবে SIR। এটি দ্বিতীয় কারণ।

67
ইলেক্টোরাল রেজিস্ট্রেশনে অফিসার নিয়োগে জটিলতা

তৃতীয় কারণ- নতুন সংকট দেখা দিয়েছে ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা ইআরও-দের নিয়োগ নিয়ে ওঠা অভিযোগ। চলতি মাসের প্রথম সপ্তহে বিধি অনুযায়ী ইআরও পদে মহকুমা শাসক বা সম পদমর্যাদার সরকারি আধিকারিকদের নিয়োগ করায় কথা মনে করিয়ে নবান্নকে চিঠি দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। যাতে বলা হয়েছে, ২৯৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে ১৫২টিতে জুনিয়র আধিকারিকদের ইআরও হিসাবে নিয়োগ করা হয়েছে। যা কমিশনের গাইডলাইন বিরোধী। বিধি যাতে মানা হয়, তা নিশ্চিত করতে মুখ্যসচিব ও সিইও-কে নির্দেশ দিয়েছে কমিশন। এই ১৫২টি পদে পুনর্নিয়োগ না হলে এসআইআর প্রক্রিয়া থমকে যাওয়ার আশঙ্কা প্রবল।

77
প্রাকৃতিক দুর্যোগ হল চতুর্থ কারণ

উত্তরবঙ্গে প্রাকৃতিক দুর্যোগের কারণেও সেখানে থকমে গিয়েছে SIR প্রক্রিয়া। সম্প্রতি দিল্লিতে থেকে নির্বাচনী আধিকারিক রাজ্যে এলেও দক্ষিণবঙ্গে একাধিক জেলায় গিয়ে বৈঠক করেছেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের কারণে উত্তরবঙ্গে SIR প্রক্রিয়াই শুরু করা যায়নি। আপাতত শুরু করা যাবে না বলেও মনে করেছেন নির্বাচনি আধিকারিকদের একাংশ।

Read more Photos on
click me!

Recommended Stories