বৃহস্পতিবার থেকেই নোটিস পাঠাবে কমিশন, জেনে নিন কারা ডাক পাবেন আর কারা নয়

Published : Dec 18, 2025, 08:48 AM IST

নির্বাচন কমিশন ৩০ লক্ষেরও বেশি 'নো ম্যাপিং' ভোটার এবং আরও প্রায় ১.৩৬ কোটি সন্দেহজনক ভোটারকে শুনানির জন্য নোটিস পাঠাচ্ছে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত শুনানি চলবে এবং ভোটারদের নির্দিষ্ট দিনে প্রামাণ্য নথি নিয়ে উপস্থিত হতে হবে। 

PREV
15

শুনানির জন্য আজ বৃহস্পতিবার থেকেই পাঠানো হবে নোটিস। নোটিস দেবে নির্বাচন কমিশন। দেওয়া হবে শুনানির দিন। সেই দিন উপস্থিত হতে হবে নির্দিষ্ট স্থানে। এখন প্রশ্ন হল কারা ডাক পাবেন আর কারা নয়? এই নিয়ে সামনে এল বিশেষ তথ্য।

25

২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও যোগসূত্র দেখাতে পারেননি ৩০ লক্ষ ৫৯ হাজার ২৭৩ জন ভোটার। ওই নো ম্যাপিং ভোটারদের প্রত্যেকের কাছে যাবে নোটিস। কোথায় কখন শুনানি হবে তা সব দেওয়া থাকবে সেই নোটিসে। নোটিস দেওয়ার পর সাত দিন সময় দেওয়া হবে।

35

শুধু নো ম্যাপিং ভোটার নয়। তাদের সঙ্গে আরও এক কোটিরও বেশি ভোটারকে নিয়ে সন্দেহ রয়েছে কমিশনের। এই শ্রেণিতে আছে ১ কোটি ৩৬ লক্ষ ভোটার। তাদের নামও খসড়া তালিকায় রয়েছে। তবে তাদের ফর্মে পাওয়া তথ্য সন্দেহজনক ঠেকছে কমিশনের। আর সে কারণে তথ্য যাচাই করবে বুথ স্তরের আধিকারিকরা।

45

১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকা প্রকাশ পাবে। ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি। বিধানসভার একাধিক জায়গায় শুনানি হবে। এই শুনানি পর্বে প্রামাণ্য নথি হিসেবে কমিশন ১৩ টি নথির কথা জানিয়েছে।

55

এখন প্রশ্ন হল যদি শুনানির দিন কোনও ভোটার উপস্থিত না থাকে, তাহলে কী হবে। জানা গিয়েছে, এক্ষেত্রে বিশ্বাসযোগ্য কারণ দেখাতে পারলে শুনানির জন্য দেওয়া হবে অতিরিক্ত দিন। আর যাদের বয়স ৮৫ পার করেছে। তাদের শুনানি হবে বাড়িতেই।

Read more Photos on
click me!

Recommended Stories