কৌতূহলেই মিলল সাফল্য, পুরুলিয়ার রুক্ষ জমিতে কমলা চাষ করে তাক লাগাচ্ছেন লালিমা

Published : Dec 17, 2025, 12:04 PM IST

Orange In Purulia: পুরুলিয়ায় কমলা বিপ্লব। এতদূর পড়ে অবাক হলেও এটাই সত্যি। এবার পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে চাষ হচ্ছে কমলা লেবুর! কীভাবে? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…

PREV
15
পুরুলিয়ায় কমলালেবুর চাষ

শীতকাল মানেই নানারকম মরশুমি ফলের সম্ভার। আর তারমধ্যে সবথেকে বেশি পরিমাণে উল্লেখযোগ্য হলো ছোটো-ছোটো কোয়ায় ভরা টকমিষ্টি স্বাদের অরেঞ্জ বা কমলালেবু। শীতকালে বাজারে সহজলভ্য এই ফল প্রধানত পাহাড়ি শীতপ্রধান অঞ্চলেই চাষ হয়ে থাকে। তবে এবার বাংলার পুরুলিয়া জেলার রুক্ষশুস্ক ভূমিতেও হচ্ছে কমলার চাষ। 

25
কীভাবে সম্ভব?

চলতি শীতের মরশুমে পাহাড়ি কমলালেবুর চাষকে কার্যত চ্যালেঞ্জ জানালো পুরুলিয়ার রুক্ষশুস্ক লাল মাটি। যেখানে জলের অভাবে চাষের কাজ প্রায় হয় না বললেই চলে। এবার সেই পুরুলিয়ার বাঘমুণ্ডির বুরদা গ্রামে অনুর্বর জমিতে শুরু হচ্ছে কমলা লেবুর চাষ। 

35
স্বাদে-গন্ধে অতুলনীয় এই কমলা

জানা গিয়েছে, পুরুলিয়ার বাঘমুণ্ডি গ্রামের এই কমলা একেবারে স্বাদে-গন্ধে উত্তরবঙ্গের কমলালেবুর থেকে কোনও অংশে কম নয়। পাহাড় বা সমতল নয়। লালমাটির বাঘমুণ্ডির বুরদা গ্রামের বাসিন্দা লালিমা মাহাতোর হাত ধরে বেড়ে উঠছে এই কমলা লেবু। ভারে যেন গাছ মাটিতে নুইয়ে পড়ার মতোন অবস্থা। 

45
অপ্রত্যাশিত চাষে বিপুল লাভ

সূত্রের খবর, নিতান্ত শখের এই অপ্রত্যাশিত চাষে এখন লাভের মুখ দেখছেন লালিমা মাহাতো। কারণ, একসময় তিনি আর পাঁচজনের মতোই কমলা খেয়ে বীজ ফেলে দিতেন। কিন্তু বছর কয়েক আগে কৌতূহলবশত সেই বীজ পাশের জমিতে ফেলে দিতেই চক্ষু চড়কগাছ। 

55
পুরুলিয়ায় কমলা লেবুর চাষ

এক সময় লালিমা মাহাতো ভেবেছিলেন বীজ থেকে আর কী কমলা লেবু গাছ হবে। ফলে চাষের জমিতে অযত্নেই পড়েছিল বীজগুলি। পরে সেই বীজ থেকে চারাগাছ জন্মাতেই জৈবসার দিয়ে নিয়মিত তার পরিচর্যা করছেন তিনি। আর এই কমলা লেবুর চাষ দেখে অবাক স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পুরুলিয়ায় ঘুরতে আসা পর্যটকরাও।

Read more Photos on
click me!

Recommended Stories