প্রাক্তন বিধায়কের স্ত্রীর গাড়ির তেলের খরচ ২ লাখ টাকা! মেটানো হয়েছে সরকারি কোষাগার থেকে! কিভাবে সম্ভব? প্রশ্ন তুলছেন বিরোধীরা

কীভাবে লকডাউনে ৫ বছরে গাড়ির তেলের খরচ ২ লক্ষেরও বেশি হয়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও বা খরচ করেছে কিন্তু বিধায়কের স্ত্রী-এর গাড়ির তেলের খরচ রাজ্য সরকার কেন টানবেন? এতো সাধারন মানুষের টাকা

 

deblina dey | Published : Jul 29, 2024 9:33 AM IST / Updated: Jul 29 2024, 03:04 PM IST

৫ বছরে গাড়ির তেলের খরচ ২ লক্ষেরও বেশি। না কোনও সংস্থার গাড়ি নয় এই বিপুল পরিমান তেলের খরচ হল রাজ্য সরকারের প্রাক্তন বিধায়কের স্ত্রী-এর ৫ বছরের গাড়িত তেলের খরচ। তাও আবার সেই সময়ের যখন দেশ জুড়ে চলছিল লকডাউন। তবে কীভাবে লকডাউনে ৫ বছরে গাড়ির তেলের খরচ ২ লক্ষেরও বেশি হয়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও বা খরচ করেছে কিন্তু বিধায়কের স্ত্রী-এর গাড়ির তেলের খরচ রাজ্য সরকার কেন টানবেন? এতো সাধারন মানুষের টাকা

কে এত টাকা গাড়ির তেলে খরচ করেছেন-

Latest Videos

প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাভার্যের স্ত্রী অপর্ণা ভট্টাচার্য। অপর্ণা ভট্টাচার্যের নিজস্ব গাড়ির তেলের খরচ এত বেশি হল কী করে? আর যদিও বা হল সেটা সরকারি কোষাগার থেকে মেটানো হবে কেন? বিরোধিদের মুখে মুখে ঘুড়ছে একের পর এক প্রশ্ন? বর্তমানে অপর্ণা ভট্টাচার্য হলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য। এর আগে পর্যন্ত তিনি ছিলেন চণ্ডিপুর সমিতির সভাপতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ২ লক্ষেরও বেশি টাকা গাড়ির তেল তিনি খরচ করেছেন চণ্ডিপুর সমিতির সভাপতি থাকার সময়েই।

এই ঘটনাটি সকলের সামনে প্রকাশ্যে আনেন তৃণমূলের নেতা সুপ্রভাত পাত্র। তিনি প্রথম এই মহিলার এই কাজের বিরুদ্ধে আঙ্গুল তোলেন। এবং জানান ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দলেরই এক মহিলা কর্মী ৫ বছরে গাড়ির তেল হিসেবে ২ লক্ষেরও বেশি খরচ করেছেন। নিজে এই টাকা আত্মস্মাৎ করেছে বলে জানিয়েছেন। গোটা এলাকায় এই সংবাদ প্রকাশ্যে আসলে অপর্ণা জানান, ‘এই তথ্য ভুল, তার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করা হচ্ছে।’

Share this article
click me!

Latest Videos

এ আরেকটা শাহজাহান! অপহরণের অভিযোগে কাউন্সিলরের গ্রেফতারিতে কটাক্ষ শুভেন্দুর | Suvendu Adhikari
রাজ্যে বন্যা পরিস্থিতির জের, বাংলা-ঝাড়খণ্ড সীমানা সিল মমতার, মুখ্যমন্ত্রীর কড়া সমালোচনা Suvendu-র
হাতে মশাল, গলায় তীব্র বিচারের হুঙ্কার! আরজি কর কাণ্ডের প্রতিবাদে এবার রাজপথে মশাল মিছিল | RG Kar
'স্বাস্থ্যে দুর্নীতির জন্য আপনি জেলের বাইরে কেন?' প্রশ্ন তুলে মমতাকে আক্রমণ Sukanta-র | RG Kar
আরও এক সিভিক ভলেন্টিয়ারের কুকীর্তি! গৃহবধূ ছুটলেন থানায়, তারপর যা হল | Jalpaiguri News Today