কীভাবে লকডাউনে ৫ বছরে গাড়ির তেলের খরচ ২ লক্ষেরও বেশি হয়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও বা খরচ করেছে কিন্তু বিধায়কের স্ত্রী-এর গাড়ির তেলের খরচ রাজ্য সরকার কেন টানবেন? এতো সাধারন মানুষের টাকা
৫ বছরে গাড়ির তেলের খরচ ২ লক্ষেরও বেশি। না কোনও সংস্থার গাড়ি নয় এই বিপুল পরিমান তেলের খরচ হল রাজ্য সরকারের প্রাক্তন বিধায়কের স্ত্রী-এর ৫ বছরের গাড়িত তেলের খরচ। তাও আবার সেই সময়ের যখন দেশ জুড়ে চলছিল লকডাউন। তবে কীভাবে লকডাউনে ৫ বছরে গাড়ির তেলের খরচ ২ লক্ষেরও বেশি হয়? প্রশ্ন তুলছেন বিরোধীরা। যদিও বা খরচ করেছে কিন্তু বিধায়কের স্ত্রী-এর গাড়ির তেলের খরচ রাজ্য সরকার কেন টানবেন? এতো সাধারন মানুষের টাকা
কে এত টাকা গাড়ির তেলে খরচ করেছেন-
প্রাক্তন বিধায়ক অমিয়কান্তি ভট্টাভার্যের স্ত্রী অপর্ণা ভট্টাচার্য। অপর্ণা ভট্টাচার্যের নিজস্ব গাড়ির তেলের খরচ এত বেশি হল কী করে? আর যদিও বা হল সেটা সরকারি কোষাগার থেকে মেটানো হবে কেন? বিরোধিদের মুখে মুখে ঘুড়ছে একের পর এক প্রশ্ন? বর্তমানে অপর্ণা ভট্টাচার্য হলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধক্ষ্য। এর আগে পর্যন্ত তিনি ছিলেন চণ্ডিপুর সমিতির সভাপতি। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল ২ লক্ষেরও বেশি টাকা গাড়ির তেল তিনি খরচ করেছেন চণ্ডিপুর সমিতির সভাপতি থাকার সময়েই।
এই ঘটনাটি সকলের সামনে প্রকাশ্যে আনেন তৃণমূলের নেতা সুপ্রভাত পাত্র। তিনি প্রথম এই মহিলার এই কাজের বিরুদ্ধে আঙ্গুল তোলেন। এবং জানান ২০১৮ সাল থেকে ২০২৩ সালের মধ্যে দলেরই এক মহিলা কর্মী ৫ বছরে গাড়ির তেল হিসেবে ২ লক্ষেরও বেশি খরচ করেছেন। নিজে এই টাকা আত্মস্মাৎ করেছে বলে জানিয়েছেন। গোটা এলাকায় এই সংবাদ প্রকাশ্যে আসলে অপর্ণা জানান, ‘এই তথ্য ভুল, তার বিরুদ্ধে মিথ্যা চক্রান্ত করা হচ্ছে।’