অগাষ্ট মাসে দারুণ খুশির খবর! ৩১ দিনের মধ্যে স্কুল যেতেই হবে না ৭ দিন

আগস্ট মাসে যে সকল দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে সেগুলির মধ্যে একটি হলো ১৫ আগস্ট বৃহস্পতিবার। ঐদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত স্কুল, কলেজ, অফিস, কাছারি, ব্যাঙ্ক বন্ধ থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও সব বন্ধ থাকবে।

জুলাই মাসে সেই ভাবে ছুটি না মিললেও, আগস্ট মাসের ৩১ দিনের মধ্যে ৭ দিনই স্কুল যেতে হবে না পড়ুয়া থেকে শিক্ষক-শিক্ষিকাদের। কেননা আগস্টে ৭টি দিন ছুটি (August School Holidays) পাওয়া যাবে। প্রতিদিন স্কুল যাওয়া, পড়াশোনা করতে করতে একঘেয়েমি আসে পড়ুয়াদের মধ্যে। আর এই একঘেয়েমি কাটাতে মূলত বিভিন্ন উৎসব অনুষ্ঠানে ছুটি দেওয়া হয়।

আগস্ট মাসে যে সকল দিনগুলিতে স্কুল বন্ধ থাকবে সেগুলির মধ্যে একটি হলো ১৫ আগস্ট বৃহস্পতিবার। ঐদিন স্বাধীনতা দিবস উপলক্ষে দেশের সমস্ত স্কুল, কলেজ, অফিস, কাছারি, ব্যাঙ্ক বন্ধ থাকার পাশাপাশি পশ্চিমবঙ্গেও সব বন্ধ থাকবে। যদিও ওইদিন স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক-শিক্ষিকা এবং পড়ুয়ারদের স্কুলে গিয়ে স্বাধীনতা দিবস পালন করতে হবে অর্থাৎ পতাকা উত্তোলন করতে হবে।

Latest Videos

১৫ আগস্ট স্বাধীনতা দিবসের ছুটির পর ছুটি রয়েছে ১৯ আগস্ট সোমবার। ঐদিন রাখি বন্ধন উপলক্ষে স্কুল ছুটি থাকবে। স্কুলের পাশাপাশি অন্যান্য অফিস কাছারি ও ব্যাঙ্ক ছুটি থাকবে। এরপর রয়েছে ২৬ আগস্ট স্কুল ছুটি। জন্মাষ্টমী উপলক্ষে ঐদিন অফিস কাছারি, ব্যাঙ্কের পাশাপাশি স্কুল কলেজ ছুটি থাকবে। মূলত এই তিনটি দিনই জাতীয় ছুটি। যে কারণে পশ্চিমবঙ্গের পাশাপাশি গোটা দেশেই ছুটি উপভোগ করতে পারবেন পড়ুয়ারা ও শিক্ষক-শিক্ষিকারা।

এই তিনটি দিয়ে ছাড়া আরও চারটি দিন ছুটি পাওয়া যাবে, তবে সেগুলি সাধারণ ছুটি অর্থাৎ রবিবারের দরুন। আগস্ট মাসে চারটি রবিবার পড়েছে। যে চারটি রবিবার এমনিতেই স্কুল বন্ধ থাকে। ওই চারটি দিন হল ৪, ১১, ১৮, ২৫ আগস্ট। এক্ষেত্রে পড়ুয়ারা ১৮ ও ১৯ আগস্ট এবং ২৫ ও ২৬ আগস্ট টানা দুইদিন করে ছুটি পাবে।

ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু স্কুলে দ্বিতীয় সমষ্টিগত মূল্যায়ণ অর্থাৎ পরীক্ষা নেওয়া হবে আগস্ট মাসেই। সেই পরীক্ষার জন্য ইতিমধ্যেই পরীক্ষার রুটিন দেওয়া হয়ে গিয়েছে। আর এরই মধ্যে আগস্টে সাত সাতটি দিন ছুটি থাকার কারণে পরীক্ষায় পড়াশোনা থেকে শুরু করে পরীক্ষার পর মজা কয়েকগুণ বেড়ে যাবে।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
উপনির্বাচনে (By Election) কেমন ফল করবে বিজেপি? দেখুন কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
Bear Rescue Operation | বরফের মধ্যে ভাল্লুকের প্রান বাঁচাল ভারতীয় সেনা, দেখুন দুঃসাহসিক ভিডিও
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam