পাক সেনার হাতে বন্দি BSF জওয়ান, পাঠানকোট যাচ্ছে পরিবার

Published : Apr 26, 2025, 04:00 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Hooghly BSF Jawan: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ভারত-পাক আন্তর্জাতিক রাজনীতি। জানুন আরও…            

Hooghly BSF Jawan: জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে জঙ্গি হামলায় ২৬ পর্যটকের মৃত্যুর পর থেকেই উত্তপ্ত ভারত-পাক আন্তর্জাতিক রাজনীতি। দুই দেশের মধ্যেই ক্রমশ বাড়ছে যুদ্ধ পরিস্থিরি আশঙ্কা (India vs Pakistan)। ভারতের এই টালমাটাল পরিস্থিতির মধ্যে পাকিস্তানে আটক বিএসএফ (BSF) জওয়ান পূর্নমকুমার সাউ।

জানা গিয়েছে, পাকিস্তান সেনার হাতে বন্দি রয়েছেন ভারতের বিএসএফ জওয়ান পূর্নমকুমার সাউ। হুগলীর রিষড়ার বাড়িতে ক্রমেই বাড়ছে দুশ্চিন্তা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এখনও মেলেনি ভারতীয় জওয়ান পূর্নমকুমার সাউয়ের কোনও খোঁজ। পাকিস্তানে কেমন আছেন পূর্নমকুমার? কী খাচ্ছে? শরীর কেমন? কিচ্ছু জানতে পারছেন না তার পরিবার। এই অবস্থায় এবার ছেলের খোঁজ পেতে রবিবার পাঠানকোট রওনা দিচ্ছে হুগলীর এই বিএসএফ জওয়ানের পরিবার।

সূত্রের খবর, বাংলার বিএসএফ জওয়ান (BSF Jawan) পূর্নমকুমার সাউয়ের স্ত্রী বর্তমানে সন্তান সম্ভাবা। একদিকে অসুস্থ শরীর অন্যদিকে স্বামীর চিন্তায় নাওয়া খাওয়া ভুলেছেন পূর্নমকুমার সাউয়ের স্ত্রী রজনী সাউ। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের উদ্বেগের কথা জানিয়ে তিনি বলেন, ''চারদিন হয়ে গেলো একটা লোক কি অবস্থায় আছে,খাওয়া দাওয়া দিচ্ছে কিনা তা জানিনা। শুধু বলছে ফ্ল্যাগ মিটিং হচ্ছে। সামনা সামনি থাকলে কিছু তো খবর পাওয়া যাবে, তাই যাচ্ছি ওখানে।''

তিনি আরও বলেন, ''শুক্রবার রাতে ব্যাটেলিয়ানের সিও জানিয়েছিলেন, সেখানে যাওয়ার প্রয়োজন নেই। কথাবার্তা চলছে। জওয়ানকে দেশে ফেরানোর ব্যাপারে। আজ যখন কথা হয় তখন জানান, ওখানে যেতে চাইলে যেতে পারি। দেশের সব স্তরে কথা চলছে। তাই আমরা পাঠানকোট যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। যদি ওখান থেকে কোনও সাহায্য না পাই তাহলে দিল্লি যাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করব, স্যার কিছু করুন। আমি চাইছি, দ্রুত তাঁকে দেশে ফেরানোর ব্যবস্থা করা হোক। চারদিন হয়ে গেল এখনও কোনও খবর পাচ্ছি না।''

অন্যদিকে পূর্নমকুমারের মা দেবন্তি দেবী বলেন, ''ছেলে সুস্থ ভাবে ফিরে আসুক এটাই চাই। ছেলের কথা শুনিনি, ছেলের সঙ্গে কথা বলতে পারিনি অনেক সময় হয়ে গেলো।'' এদিকে পাক সেনার হাতে ছেলের আটকের খবরে দুশ্চিন্তায় শোকে পাথর জওয়ানের বাবাও। ভারতীয় জওয়ানের (BSF) আটক হওয়ার ঘটনার খবরে রাজনৈতিক শোরগোলও ছড়িয়েছে। শুক্রবারই হুগলীর তৃণমূল নেতৃত্বের তরফে ওই জওয়ানের রিষড়ার বাড়িতে গিয়ে পরিবারের খোঁজ খবর নেওয়া হয়। তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন শাসক দল তথা হুগলীর জেলা যুব তৃণমূল (Trinamool Congress) সভাপতি শুভদীপ মুখোপাধ্যায়রা। তারা ওই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন বলে জানা গিয়েছে। জওয়ানের স্ত্রীর সঙ্গে ফোনে কথা বলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও (Sukanta Majumdar News)।

জানা গিয়েছে, পহেলগাম হামলা নিয়ে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক প্রতি মুহূর্তে নানা দিকে মোড় নিচ্ছে। এর মধ্যে BSF-এর এক জওয়ানকে আটক করেছে পাকিস্তান রেঞ্জার্স। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, পাঞ্জাবের ফিরোজপুর সেক্টরে মোতায়েন ছিলেন ওই বিএসএফ জওয়ান। বুধবার বিকেলে ‘ভুল করে’ তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। তার মুক্তির জন্য বর্তমানে দুই বাহিনীর মধ্যে ফ্ল্যাগ মিটিং চলছে বলে খবর।

জানা গিয়েছে, বছর ৪০-এর পূর্নম কুমার সাউ বহু বছর ধরেই তিনি বিএসএফ-এ কাজ করছেন। তাঁর বাড়ি হুগলীর রিষড়ার হরিসভা এলাকায়। পাঞ্জাবের ফিরোজগঞ্জ বর্ডারে পোস্টেড তিনি। গত ৩১ মার্চ বাড়ি থেকে ছুটি কাটিয়ে কাজে ফিরে যান তিনি। তাঁর বাবা-মা স্ত্রী ও সাত বছরের এক সন্তানও রয়েছে। পাক সেনার হাতে ছেলের আটক হওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়েছেন তাঁর মা দেবন্তি দেবী। কোনও মতে বলেন, ''ছেলেকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে আনা হোক।'' স্ত্রী রজনী সাউ ঘটনার পর থেকেই কান্নায় ভেঙে পড়েছেন। সংবাদ মাধ্যমের প্রশ্নে খানিক চোয়াল শক্ত করে তিনি বলেন, ''ওর এক বন্ধু ফোন করেছিলেন। তিনিই জানিয়েছেন, অন ডিউটি থাকা অবস্থায় পাকিস্তানে ওকে ধরে ফেলা হয়েছে। আমার সঙ্গে মঙ্গলবার রাতেও কথা হয়েছে। ১৭ বছর ধরে বিএসএফের চাকরি করছে। আমি চাই তাড়াতাড়ি ঘরে ফিরে আসুক।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

১ বছর পরে ২ দিনের সফরে কোচবিহার যাচ্ছেন মমতা, রইল সোম ও মঙ্গলের ঠাসা কর্মসূচি
Dilip Ghosh: বাংলায় ‘বাবরি মসজিদ’! বিজেপির দিলীপ হুমায়ুনকে দিলেন চরম উপদেশ