ভিনরাজ্যে কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে খুন, মুর্শিদাবাদের নিহত শ্রমিকের মাকে চাকরি রাজ্য সরকারের

Published : Jan 07, 2026, 01:05 PM IST
Asianet News

সংক্ষিপ্ত

Murshidabad News: ওড়িশায় কাজে গিয়ে নিহত পরিযায়ী শ্রমিকের পরিবারের পাশে রাজ্য সরকার। নিহত শ্রমিকের মায়ের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। বিস্তারিত জানতে পড়ুন সম্পূর্ণ প্রতিবেদন…

Murshidabad News: ওড়িশায় কাজে গিয়ে বাংলাদেশি সন্দেহে গণপিটুনিতে মৃত পরিযায়ী শ্রমিকের পরিবারের সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলো রাজ্য সরকার। জানা গিয়েছে,  কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিহত পরিযায়ী শ্রমিক জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন সাংসদ খলিলুর রহমান। মঙ্গলবার জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান নিহত জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেন।

ঠিক কী ঘটেছিল সেদিন? 

উল্লেখ্য, গত ২৪ ডিসেম্বর ওড়িশার সম্বলপুরে বিজেপি শাসিত রাজ্যে দুষ্কৃতীদের হাতে প্রাণ হারান সুতি বিধানসভার চক বাহাদুরপুর গ্রামের যুবক জুয়েল রানা। জুয়েল রানার মৃত্যুর পর, তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে আগেই মুখ্যমন্ত্রী ২ লক্ষ টাকার চেক তুলে দেন। পাশাপাশি চলতি মাসের ১ জানুয়ারি সাংসদ খলিলুর রহমান নিহত জুয়েল রানার পরিবারের সঙ্গে দেখা করে কিছু আর্থিক সহযোগিতাকরেন এবং মুখ্যমন্ত্রীর কথামতো পরিবারের একজনকে সরকারি চাকরি দেওয়ার আশ্বাস দেন।

সেই প্রতিশ্রুতি মতো মঙ্গলবার সন্ধ্যায় জুয়েল রানার মায়ের হাতে সরকারি চাকরির নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বুধবার তিনি সুতি ১ এর বিএলআরও (BLRO) অফিসে attended পদে যোগ দেবেন।

 এই বিষয়ে জুয়েল রানার মা বলেন, ‘’সংসদ খলিলুর রহমান কথা দিয়েছিলেন আমাদের যে কোন একটা ব্যবস্থা করে দেবেন। আজ তার নিয়োগ পত্র সাংসদ এবং বিডিও আমার হাতে তুলে দেন। বুধবার দশটা নাগাদ অফিসে জয়েন করব। নিয়োগ পত্র পেয়ে খুশি।'' সুতি ১ নম্বর ব্লকের বিডিও আরুপ কুমার সাহা জানান, তার হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। বুধবার থেকে বিএলআর অফিসে, অফিস টাইমে অ্যাটেনডেন্ট পদে যোগদান করবেন।

অন্যদিকে সাংসদ খলিলুর রহমান বলেন, ‘’বিজেপি সমর্থিত দুষ্কৃতীরা গত কয়েকদিন আগে জুয়েলকে হত্যা করে। তা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন, এবং তার পরিবারের জন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে বিষয়ে কথা বলেছিলেন। মুখ্যমন্ত্রী অত্যন্ত মর্মাহত। আমরা প্রস্তাব দিয়েছিলাম, তখন তিনি আমাকে আশ্বস্ত করেন এবং আজ সেই কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।''

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Nandigram : নন্দীগ্রামে ঋজু দত্তের 'পাপ' মন্তব্যের পালটা জবাবে মমতাকে 'গদ্দার' তকমা শুভেন্দুর
ঝটকার তুলনায় হালাল মাংস খাওয়া অনেক বেশি বিজ্ঞানসম্মত : বিজেপি নেতা কৌস্তভ বাগচী