
Nadia News: সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন তামান্নার মা-বাবা। কালীগঞ্জের মোলান্দিতে বোমার আঘাতে মৃত নাবালিকা তামান্না খাতুনের পরিবার পুলিশের তদন্তে আস্থা হারিয়েছে। তাই এবার সিবিআই তদন্তের দাবি নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হচ্ছেন তামান্নার মা সাবিনা ইয়াসমিন শেখ ও বাবা হোসেন শেখ।
সাবিনা ইয়াসমিনের অভিযোগ, ঘটনার পর ২৪ জনের বিরুদ্ধে এফআইআর হলেও মাত্র ১০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিরা এখনও অধরা। উপরন্তু তাঁর স্বামীকে নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, অথচ পুলিশ কেবল আশ্বাস দিয়েই থেমে যাচ্ছে। এই অবস্থায় নিজেদের নিরাপত্তাহীন মনে করছেন তারা। গত ২৩ জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণার দিন মোলান্দিতে বোমা হামলায় মৃত্যু হয় ১০ বছরের তামান্না খাতুনের। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্যজুড়ে। অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ন্যায়বিচারের দাবিতে এবার সরাসরি সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন তামান্নার মা-বাবা। ইতিমধ্যেই এলাকায় পুলিশ ফাঁড়ি তৈরি হয়েছে, বসানো হয়েছে সিসি ক্যামেরাও। তবে পরিবারের দাবি, শুধুমাত্র নিরপেক্ষ তদন্তই তাদের মেয়ের মৃত্যুর প্রকৃত বিচার দিতে পারবে।
অন্যদিকে, হাঁসখালি থানার বড় মুড়াগাছা মোড়ে বিজেপির পক্ষ থেকে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বিজেপির অভিযোগ, বাংলাদেশ থেকে আসা বুলি দফাদার, ভারতে এসে হিন্দু পরিচয়ে লিপিকা বিশ্বাস নামে বসবাস করছেন এবং ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের প্রার্থী হিসেবেও প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিজেপি বিধায়ক অসীম বিশ্বাসের দাবি, এই ব্যক্তি আসলে বাংলাদেশের বগুড়া জেলার বাসিন্দা। তিনি ভুয়ো পরিচয়ে থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত, তাই তাঁকে অবিলম্বে গ্রেফতার করতে হবে। বিজেপি কর্মীরা হুঁশিয়ারি দিয়েছেন, গ্রেফতার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পথ অবরোধের জেরে এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।