
Canning Crime News: প্রেমে অন্ধ হয়ে স্বামী ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়ে নিজের তিন বছরের কন্যা সন্তানকে আছাড় মেরে খুনের অভিযোগ। ঘটনায় গ্রেফতার মা ও মায়ের প্রেমিক। কথায় আছে কু-সন্তান যদি বা হয় কু-মাতা কখনও নয়।এখানে উল্টো পুরাণ। দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ড হারবারে এসডি ১৮ বাসে যাতায়াতের সূত্রে রায়দিঘি এলাকার বাসিন্দা পেশায় এসডি ১৮ বাসের কন্টাকটার তাজউদ্দিন মোল্লার সঙ্গে পারুলিয়া কোস্টাল থানার কামারপুলের এক গৃহবধুর নাজিরা বিবি প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিছুদিন আগে তিন বছরের কন্যা সন্তানকে নিয়ে নাজিরা বিবি তাজ উদ্দিন মোল্লার সঙ্গে অন্ধ্রপ্রদেশে পালিয়ে যান বলে অভিযোগ।
জানা গিয়েছে, সেই সময় নাজিরা বিবির স্বামী আজাহার লস্কর পারুলিয়ায় কোস্টাল থানায় তার স্ত্রী তিন বছরের মেয়েকে পাওয়া যাচ্ছে না বলে একটি মিসিং ডাইরি করেন। অন্যদিকে নাজিরা বিবি ও তাজ উদ্দিন মোল্লার প্রেমের মাঝে বাধা হয়ে দাঁড়াতে পারে তিন বছরের শিশু কন্যা। এই ভেবে নাজিরা বিবি তার শিশুকন্যাকে আছাড় মেরে খুন করে বলে অভিযোগ। পরে অন্ধ্রপ্রদেশের কোনও একটি থানার পুলিশকে জানায় তারা স্বামী-স্ত্রী বাড়িতে ছিল না। মেয়েটি মাথায় আঘাত লেগে মারা যায়। পুলিশ একটি ইউডি কেস করে বডি ছেড়ে দেয়। অন্ধ্রপ্রদেশে ওই মেয়েটিকে পরে কবর দেয় তারা।
আজাহার লস্করের ডাইরির ভিত্তিতে পুলিশ তদন্তে নেমে প্রথমে তাজ উদ্দিন মোল্লা ও প্রেমিকা নাজিরা বিবিকে অন্ধ্রপ্রদেশে গিয়ে আটক করে আনেন । জেরায় পুলিশ তার মেয়ে কোথায় জানতে চাইলে পড়ে গিয়ে মারা যাওয়ার কথা শোনায়। পরে পুলিশের ম্যারাথন জেলায় তারা স্বীকার করে তিন বছরের শিশু কন্যা কি আছাড় মেরে খুন করে তার মা। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে এলো পুলিশ। আজ তাদের কোর্টে তোলা হয়।
অন্যদিকে, গোপন সূত্রে খবর পেয়ে চারজন কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল বারইপুর থানার পুলিশ। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর আসে, বারুইপুর থানায় যে বারুইপুর থানার অন্তর্গত টংতলার একটি পরিত্যক্ত বাড়িতে কয়েকজন দাগী দুষ্কৃতী সন্দেহজনকভাবে জড়ো হয়েছে।
বারইপুর থানার পুলিশের একটি বিশেষ দল এসআই তুহিন মন্ডলের নেতৃত্বে পরিতক্ত বাড়িটি ঘিরে ফেলে। তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে খবর, কথাবার্তায় অসঙ্গতি দেখে তাদেরকে তল্লাশি চালাতেই বেরিয়ে আসে আগ্নেয়াস্ত্র সহ একাধিক সরঞ্জাম।
ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি ছোট আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ, শাটার ভাঙ্গার উপযুক্ত ১৭ ইঞ্চি লোহার বিশেষ যন্ত্র, একটি ভোঁজালি ও একটি বড় ছোরা। পুলিশ সূত্রে খবর ২৮ বছর বয়সী জলম লস্কর , ২৬ বছর বয়সী জুলফিকার মন্ডল , ২০ বছর বয়সী সুলতান চৌধুরী ও ২২ বছর বয়সী সনত বৈরাগী ডাকাতির উদ্দেশ্যে টংতলার ওই পরিত্যক্ত বাড়িতে জড়ো হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও যন্ত্রপাতিগুলি ডাকাতির কাজেই ব্যবহার করবে বলেই মনে করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।