বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের রাজ্য সম্মেলন ঘিরে চূড়ান্ত প্রস্তুতি, অনুষ্ঠানে থাকবেন দেবজ্যোতি মিশ্র

প্রবল শীতেও ওই দিন মালদা শহরে বিশাল জনসমাবেশ করার উদ্যোগ নিচ্ছে বামেরা। এই সম্মেলনকে কেন্দ্র করে এসএফআই স্লোগান দিয়েছে - স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো।

আগামী ২২-২৪শে জানুয়ারি মালদা শহরে অনুষ্ঠিত হতে চলেছে বাম ছাত্র সংগঠন এসএফআই-এর ৩৮তম পশ্চিমবঙ্গ রাজ্য সম্মেলন। ২৪ তারিখ মালদায় প্রকাশ্য সমাবেশে প্রতীকউর রহমান, সৃজন ভট্টাচার্য্য, দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাসদের পাশাপাশিই বক্তা হিসেবে উপস্থিত থাকার কথা মহঃ সেলিম, সুজন চক্রবর্তী প্রমুখের। প্রবল শীতেও ওই দিন মালদা শহরে বিশাল জনসমাবেশ করার উদ্যোগ নিচ্ছে বামেরা। এই সম্মেলনকে কেন্দ্র করে এসএফআই স্লোগান দিয়েছে - স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো।

সম্মেলনকে কেন্দ্র করে মালদা তো বটেই, রাজ্যের অন্যান্য জেলাতেও বিভিন্ন অভিনব কর্মসূচির উদ্যোগ নিচ্ছে এসএফআই। হুগলির উত্তরপাড়ায় ১৯শে জানুয়ারি তাদের আয়োজিত মিউজিক্যাল ফেস্টে দেবদীপ মুখোপাধ্যায়ের পাশাপাশি সলিল চৌধুরির প্রাক-শতবর্ষ পালনে সঙ্গীতানুষ্ঠান করবেন দেবজ্যোতি মিশ্র। পরদিন, অর্থাৎ ২০শে জানুয়ারি বোলপুরে 'মন্টু ও মার্কস' নাটকটি মঞ্চস্থ করবে সৌরভ পালোধি-তূর্ণা দাসদের 'ইচ্ছেমতো'। এছাড়াও আলিপুরদুয়ারের চা-বাগানে আদিবাসী ছাত্রীদের নিয়ে ফুটবল ম্যাচ, লড়াই-আন্দোলনের বিভিন্ন ছবির সমাহার নিয়ে জলপাইগুড়িতে ফোটোগ্রাফি এক্সিবিশন, উত্তর ২৪ পরগণায় স্ট্যান্ড আপ কমেডি ও ফ্ল্যাশ মব, দক্ষিণ ২৪ পরগণায় মৃণাল সেন শতবর্ষে ফিল্ম স্ক্রিনিং বা প্যালেস্তাইনের সংহতিতে লাইভ পেইন্টিং - বিভিন্ন চোখে পড়ার মতো প্রচার কর্মসূচী সংগঠিত করছে তারা।

Latest Videos

মহানগরীর বুকে কলেজ স্ট্রিটের রাস্তার উপরেই একটি বইমেলা আয়োজন করেছে তারা, যা উদ্বোধন করেছেন বিমান বসু। কোচবিহারে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতির মানুষকে নিয়ে 'ঐক্যের ম্যারাথন', বা পশ্চিম মেদিনীপুরে ভগৎ সিং বা মাস্টারদা সূর্য সেনের জীবন অবলম্বনে নির্মিত সিনেমা প্রদর্শনের মত রাজনৈতিক বার্তাবহ কর্মসূচীও করছে তারা। সম্মেলনকে কেন্দ্র করে বিভিন্ন সেমিনার আয়োজন করা এসএফআই'এর প্রচলন। সাধারণত সেখানে বাম নেতারাই বক্তা হন। এবার এ ক্ষেত্রেও ছক ভাঙছে এসএফআই। উলুবেড়িয়াতে তাদের সেমিনারে বক্তা হিসেবে থাকছেন পরিযায়ী শ্রমিক, ক্ষেতমজুর, বন্ধ কারখানার কর্মচারী প্রভৃতি পরিবারের সন্তানরা।

সৃজন-প্রতীকউরদের বক্তব্য, সরকারি দুর্নীতি-অব্যবস্থায় আদতে যে অংশের লেখাপড়ায় ক্ষতি হয়েছে, তাদের মুখ দিয়েই তাদের ভাষ্য তুলে আনতে চান তাঁরা। বিগত কয়েক বছরে জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে হোক, শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে হোক বা ছাত্রসংসদ নির্বাচনের দাবিতে - বারবার বিভিন্ন সভা, সমাবেশ, আন্দোলনের মাধ্যমে খবরের শিরোনামে উঠে এসেছে এসএফআই। বামফ্রন্ট সরকারের বিদায়ের পর এবছরই প্রথমবার তারা ৮ লক্ষ সদস্য সংগ্রহের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে রাজ্যজুড়ে।

ছাত্রনেতারা জানাচ্ছেন, শিক্ষাসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে টানা রাস্তায় থাকার সুফল পাচ্ছে সংগঠন। সৃজন-প্রতীকউর মনে করছেন, মিড ডে মিলে বেনিয়ম থেকে গবেষণার ফেলোশিপ বন্ধ হয়ে যাওয়া, ছাত্রদের সমস্যা প্রচুর। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হাজার হাজার স্কুল বন্ধ হয়ে যাওয়া, কয়েক লক্ষ ছাত্রছাত্রীর ড্রপআউট হয়ে যাওয়া আসলে শিক্ষাব্যবস্থার বেআব্রু পরিকাঠামোকেই দিকনির্দেশ করে। যেখানে তৃণমূল বা বিজেপি এই বিষয়গুলির দিকে দৃকপাত করছে না, সেখানে ছাত্রদের এই সমস্যাগুলিকে তুলে ধরার কারণেই ছাত্রসমাজ তাঁদের দিকে আকৃষ্ট হচ্ছে বলে সৃজন-প্রতীকউরদের দাবি।

সম্প্রতি ব্রিগেড সমাবেশ উদ্দীপনা যুগিয়েছে তরুণ প্রজন্মের বাম কর্মীদের। অগ্রগতির আবহেই এসএফআই'এর সম্মেলন নতুন করে অক্সিজেন দেবে বাম শিবিরকে, আশাবাদী ছাত্রনেতারা।

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
নওশাদ সিদ্দিকীকে জঙ্গি আখ্যা Saokat Molla-র, পাল্টা বড় পদক্ষেপ Naushad Siddiqui-র
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু
এ যেন লুকোচুরি খেলা! ক্ষণে ক্ষণে স্থান পরিবর্তন, এখনও অধরা বাঘিনী যমুনা | Jhargram Tiger News