Mamata vs Suvendu: এবার সরাসরি মমতার সঙ্গে সংঘাতে শুভেন্দু, হাইকোর্টে সংহতি মিছিল পিছিয়ে দেওয়ার আর্জি

মুখ্যমন্ত্রীর মিছিলের বিরুদ্ধে এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী।

২২ জানুয়ারি অযোধ্যায় হতে চলেছে রাম মন্দিরের উদ্বোধন (Ayodhya RamMandir) । ওই দিনেই কলকাতায় বিরাট সংহতি মিছিলের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । তাঁর এই মিছিলের বিরুদ্ধে এবার সরাসরি হাইকোর্টের দ্বারস্থ হলেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । 


কলকাতা হাইকোর্টের কাছে বিরোধী দলনেতা আর্জি জানিয়েছেন যে,  অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনের দিন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ‘সংহতি মিছিল’ করার পরিকল্পনা নিয়েছেন, তার দিনটি পিছিয়ে দেওয়া হোক। আইনশৃঙ্খলা ঠিক রাখার জন্য ওই দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হোক বলেই আর্জি জানিয়েছেন তিনি । 


আদালতের কাছে শুভেন্দু জানিয়েছেন যে, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের সময় পশ্চিমবঙ্গের বহু জায়গায় এর আগে অনেকসময়েই আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটতে দেখা গেছে। সেজন্যই রাম মন্দির উদ্বোধনের দিন, অর্থাৎ, ২২ জানুয়ারি, সোমবার যাতে বাংলায় কোনওরকম অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেই কথা মাথায় রেখে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা দরকার । 

-

সমস্তরকম সংঘাত প্রতিহত করার কারণ দর্শীয়েই ২২ তারিখ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচি পিছিয়ে দেওয়ার আর্জিও জানিয়েছেন বিরোধী দলনেতা । শুভেন্দুর এই আর্জি মেনে হাইকোর্টে মামলা দায়ের করার অনুমতি দেওয়া হয়েছে বিচারপতি হরিশ টন্ডনের ডিভিশন বেঞ্চ থেকে ।

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

PM Modi Live: কুয়েত থেকে বিশেষ বার্তা মোদীর, দেখুন সরাসরি
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
'একটা আস্ত অশিক্ষিত...গোটা রাজ্যটাই জঙ্গিদের হাতে' কড়া বার্তা শুভেন্দুর | Suvendu Adhikari
New Alipore-এ বস্তিতে বিধ্বংসী আগুন! পুড়ে ছাই একাধিক ঝুপড়ি, আগুন নেভাতে মরিয়া দমকল