Published : Jun 26, 2025, 10:10 PM ISTUpdated : Jun 27, 2025, 11:19 AM IST
প্রাচীন প্রথা অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়ি যান।দিঘার জগন্নাথ রথে চড়ে কোথায় যাবেন? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও রাজ্য সরকার পরিকল্পনা করেছে।
প্রাচীন প্রথা অনুযায়ী রথযাত্রায় জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে তাদের মাসির বাড়ি যান।
510
পুরীর রথ
রথযাত্রায় পুরীর সবথেকে এগিয়ে। সেখানে জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে চড়ে মাসির বাড়ি হিসেবে খ্যাত গুন্ডীচায় যান। সেখানেই থাকেন সপ্তাহ ভর।
610
দিঘার জগন্নাথ কোথায় যাবেন
দিঘার জগন্নাথ রথে চড়ে কোথায় যাবেন? তাই নিয়ে জল্পনা তুঙ্গে। যদিও রাজ্য সরকার পরিকল্পনা করেছে। দিঘার পুরনো জগন্নাথ মন্দিরই হবে নতুন জগন্নাথের মাসির বাড়ি।
710
মন্দির সংস্করণ
দিঘার পুরনো জগন্নাথ মন্দির সংস্কারের জন্য রাজ্য সরকার ৭৫ লক্ষ টাকা বরাদ্দ করেছিল। ঢেলে সাজানো হয়েছে এই মন্দির।
810
মমতার ঘোষণা
সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা দিঘার রথযাত্রার সময়সূচি ঘোষণা করেছেন। মমতা জানিয়েছেন, শুক্রবার সকাল ৯টা থেকে দিঘার জগন্নাথ মন্দিরে শুরু হবে রথযাত্রার বিশেষ পুজো।
910
মাসির বাড়ি রথ
দুপুর ২টো থেকে ২টো ৩০এর মধ্যে হবে আরতি। দুপুর আড়াইটের পরই রথের দড়িতে টান পড়বে। দিঘায় জগন্নাথ মন্দিরের রথ যাবে পুরনো জগন্নাথ মন্দিরের মাসির বাড়িতে।
1010
মন্দিরে থাকবে মূর্তি
ভক্তরা মন্দিরে গেলেও জগন্নাথদেবের দর্শন করতে পারবেন। কারণ মন্দিরে থাকবে পাথরের মূল মূর্তি। আর রথে থাকবে নিমকাঠের বিশেষ মূর্তি।