Monsoon Update: দক্ষিণবঙ্গের জন্য টানা প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিল হাওয়া অফিস। কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
দক্ষিণবঙ্গের জন্য টানা প্রাকৃতিক দুর্যোগের ইঙ্গিত দিল হাওয়া অফিস। কলকাতার সঙ্গে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস।
212
নিম্নচাপ অঞ্চল
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে গাঙ্গেয় বঙ্গের ওপর আবার একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। যার কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। প্রবল বৃষ্টির সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া।
312
হাওয়া অফিসের পূর্বাভাস
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, উচ্চ ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপাসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হটেছে। যার কারণেই দুর্যোগের ইঙ্গিত রয়েছে।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে সরবে নিম্নচাপ অঞ্চলটি। যার কারণে উত্তর ওড়িশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, ছত্তিশগড়ে বৃষ্টির সম্ভাবনা প্রবল।
512
বৃষ্টির সম্ভাবনা
দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় আজ থেকে আগামী দুই দিন হালকা থেকে মাঝারি আর কোথায় কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার বাতাস রয়েছে সক্রিয়।
612
রথের দিনে বৃষ্টি
রথের দিনে কলকাতা ভাসতে পরে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। গাঙ্গেয় উপত্যকার জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
712
সমুদ্রে সতর্কতা
নিম্নচাপ অঞ্চলের প্রভাবে আগামী ২৪ ঘণ্টায় সমুদ্র উত্তাল হতে পারে। মৎস্যজীবীদের জন্যও ইতিমধ্যেই লাল সতর্কতা জারি করা হয়েছে।
812
ঝোড়ো হাওয়া
ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে এবং সংলগ্ন সমুদ্রের উপর ঘণ্টায় ৩৫ থেকে ৪৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। দমকা হাওয়ার বেগ পৌঁছে যেতে পারে ৫৫ কিলোমিটারেও।
912
পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি
আলিপুর হাওয়া অফিসের পূর্বাভাস পুরুলিয়া, ঝাড়গ্রাম-সহ পশ্চিমের জেলাগুলিতে হতে পারে বৃষ্টি।
1012
বৃষ্টি কমবে
বৃহস্পতিবার ও শুক্রবার দুর্যোগের পর শনিবার থেকে বৃষ্টি কিছুটা হলেও কমতে পারে বলেও জানিয়েছে হাওয়া অফিস।
1112
কলকাতার তাপমাত্রা
আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ ডিগ্রি সেলসিয়াস। বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
1212
উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
শুক্রবার থেকে উত্তরবঙ্গেও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুরে।