কালীপুজোর আগের দিন উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। দমকল কর্মীরা আগুন নেভাতে সক্রিয়। কিন্তু এই ঘটনায় অনেক ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।
উত্তর ২৪ পরগনার বারাসতের কাছে দত্তপুকুরে বাদু অঞ্চলে এক তেলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁদের অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়েছে। সেখানেই তাঁদের চিকিৎসা চলছে। কারখানার ভিতরে কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা দমকল কর্মীদের। তাঁরা যত দ্রুত সম্ভব আগুন নিভিয়ে কারখানার ভিতরে ঢুকে পরিস্থিতি খতিয়ে দেখার চেষ্টা করছেন। পুলিশ, স্থানীয় বাসিন্দারাও আগুন নেভানোর কাজে দমকল কর্মীদের সাহায্য করছেন। বারাসতে কালীপুজো বিখ্যাত। বৃহস্পতিবার কালীপুজোর প্রস্তুতি তুঙ্গে। কালীপুজোর ঠিক আগের দিন এই কারখানায় অগ্নিকাণ্ডে বিপুল ক্ষয়ক্ষতি হল। এমনকী, প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়েছে।
কীভাবে লাগল আগুন?
দমকল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে হঠাৎ দেখা যায়, তেলের কারখানায় আগুন ধরে গিয়েছে। শুরুতে কারখানার কর্মীরাই আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু কারখানায় রাসায়নিক এবং অন্যান্য দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠায় দমকলে খবর দেওয়া হয়। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। পুরো কারখানাতেই আগুন ছড়িয়ে পড়ে। পুরো অঞ্চল ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা শুরু করে। দমকল কর্মীরা দেখতে পান, কারখানার এক কর্মী গুরুতর আহত হয়েছেন। অপর এক কর্মী আগুন ও ধোঁয়ার মধ্যে সংজ্ঞাহীন অবস্থায় পড়েছিলেন। তাঁদের উদ্ধার করে বারাসত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরও কয়েকজন আহত হয়েছেন। কীভাবে আগুন লাগল এবং মোট কতজন আহত হয়েছেন, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
কারখানায় অগ্নি নির্বাপণ ব্যবস্থা ছিল?
তেলের কারখানায় বিপুল পরিমাণে দাহ্য পদার্থ থাকায় সবসময়ই অগ্নিকাণ্ডের আশঙ্কা থাকে। দত্তপুকুরের এই কারখানায় অগ্নিকাণ্ড ঠেকানোর জন্য যথাযথ ব্যবস্থা ছিল কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
টেরিটি বাজারের কাছে কাঠের বাক্সের গুদামে আগুন, ঘিঞ্জি অঞ্চলে ছড়াল আতঙ্ক