সংক্ষিপ্ত
শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতেই বিপত্তি! রাজি না হওয়ায় বাড়িতে আগুন লাগিয়ে দিল জামাই, ঘটনাস্থলেই মৃত ৫
স্ত্রী মারা যাওয়ার ২ বছর পরেও শ্বশুর বাড়ির সঙ্গে বাল সম্পর্ক ছিল জামাইয়ের। এরপর শুক্রবার হঠাৎই শ্যালকের বিয়ের প্রস্তাব দেন জামাই। আর তাতেই হুলস্থুল বাধে। প্রস্তাব খারিজ হতেই ক্ষুব্ধ হয়ে যান ব্যক্তি। শুরু হয় প্রবল বচসা। এরপর বাড়িতে হঠাৎ আলুন লাগিয়ে দেন জামাই।
শ্বশুড়রবাড়ির লোকেদের আগুনে পুড়িয়ে মারার অভিযোগ উঠল জামাইয়ের বিরুদ্ধে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় অগ্নিদগ্ধ হয়েছেন অভিযুক্ত-সহ পরিবারের ৬ জন। মুর্শিদাবাদের সাগরদিঘির বাহালনগর গ্রামে।
খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় সাগরদিঘি থানার পুলিশ। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালেই মৃত্যু হয় অভিযুক্ত-সহ চার জনের। মারা গিয়েছেন এক শিশুও। বাকিরা চিকিৎসাধীন রয়েছেন।
অভিযুক্তের নাম রমজান শেখ বলে জানা গিয়েছে। বহালনগর এলাকায় অভিযুক্তের শ্বশুরবাড়ি বলে জানা গিয়েছে। জানা যায়, বছর দুয়েক আগে রমজানের স্ত্রীর মৃত্যু হয়। তবুও তাঁর শ্বশুরবাড়িতেই যাতায়াত ছিল। এরপর শ্যালকের স্ত্রীকে বিয়ের প্রস্তাব দেন রমজান। শ্যালকের স্ত্রী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করাতেই বিপত্তি ঘটে। বচসার সময় উত্তেজিত হয়ে পড়েন শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে দেন অভিযুক্ত। খবর পেয়ে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছয়। কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার আগেই অগ্নিদগ্ধ হয়ে পড়েন ৬ জন।
এ প্রসঙ্গে জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায় জানান, "অভিযুক্ত ওই ব্যক্তি সম্ভবত পেট্রোল ঢেলে শ্বশুরবাড়ির আত্মীয়দের পুড়িয়ে মারার চেষ্টা করেছিলেন। ঘটনায় কমপক্ষে ছয় থেকে সাত জন গুরুতর অগ্নিদগ্ধ হয়েছিলেন।"
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।