তাহলে কী বিজেপিতে যাচ্ছেন ফিরহাদ হাকিম? তৃণমূল নেতা ফোনের কথা বলতেই দলবদলের জল্পনা শুরু
বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছিলেন। আচমকাই বিস্ফোরক তথ্য তুলে ধরলেন কলকাতা মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। সম্প্রতি হিডকোর দায়িত্ব থেকে তাঁকে সরিয়ে দেওয়া চর্চায় উঠে এসেছে তাঁর নাম।
কলকাতা পুরসভার চেয়ারম্যান ফিরহাদ হাকিম। রাজ্যের মন্ত্রীও তিনি। পুর ও নগরোন্নয়ন দফতরের মত গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্বে তিনি। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকেই তিনি রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ট
তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যে কজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী তাদের মধ্যে ফিরহাদ হাকিম অন্যতম। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ আস্থাভাজন।
ফিরহাদকে নিয়ে জল্পনা তৃণমূলে
সম্প্রতি ফিরহাদ হাকিমকে নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে জল্পনা। অনেকেই বলছেন তিনি যেতে পারে বিজেপিতে। যদিও জল্পনায় জল ঢেলেছেন ফিরহাদ।
হিডকোর জের
হিডকোর চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। সপ্তাহ দুয়েক আগে তাঁকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারপরই ফিরহাদের দলবদলের জল্পনা শুরু হয়েছে। যদিও মন্ত্রী এখনও এই বিষয়ে কিছুই বলেননি।
সাংবাদিক বৈঠকে ফিরহাদ
অন্যান্য দিনের মতই শুক্রবার ফিরহাদ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন। সেখানেই তিনি গোপন কথা ফাঁস করেন।
বিজেপিতে যোগদানের ফোন
সাংবাদিকরা তাঁর কাছে জানতে চেয়েছিলেন বিজেপির সদস্যপদ গ্রহণ অভিযান সম্পর্কে। তার উত্তরে ফিরহাদ বলেন, 'একটা ফোন এসেছিল আমার কাছে। বলল বিজেপির সদস্য হবেন? তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। আমি বললাম, আমি বিজেপির বিরুদ্ধের লোক। বলে ফোনটা ছেড়ে দিলাম।'
ফিরহাদের এই মন্তব্যে জল্পনা
ফিরহাদ হাকিমের এই মন্তব্য ঘিরে জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। যদিও মন্ত্রী এই বিষয়ে কিছুই বলেননি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারাও মুখে কুলুপ এঁটেছেন।
তৃণমূলে দ্বন্দ্ব
তৃণমূল কংগ্রেস সূত্রের খবর আদি ও নব্য দ্বন্দ্বে দলে কিছুটা হলেও কোনঠাসা ফিরহাদ। মমতা ঘনিষ্ট হলেও দলের অন্দরে তিনি কিছুটা হলেও গুরুত্ব হারাচ্ছেন। তাই দলবদলের জল্পনা শুরু হয়েছে।
বিজেপির দাবি
পাল্টা বিজেপি অবশ্য বলেছে এই বিষয়ে গুরুত্ব দেওয়ার কিছু নেই। বিজেপির সদস্যতা কর্মসূচির জন্য সকলকে ফোন করা হচ্ছে। তেমনই ফোন গিয়েছিল তৃণমূল নেতার কাছে।
তৃণমূল থেকে বিজেপি
রাজ্য রাজনীতিতে দলবদল চলছে। কোনও নেতা তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছেন। কেউ আবার বিজেপি থেকে তৃণমূল আসছেন। বাম - কংগ্রেসের মধ্যেও দলবদল প্রক্রিয়া চলছে। কেউ যাচ্ছেন বিজেপিতে। কেউ আবার তৃণমূলে।