Mamata Banerjee On PM Modi: কেন্দ্রীয় সরকারের নয়া শ্রম আইন নিয়ে এবার কোচবিহারের জনসভা থেকে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি? বিশদে জানতে দেখুন সম্পূর্ণ ফটো গ্যালারি…
অতি সম্প্রতি সারা দেশজুড়ে চালু হয়েছে কেন্দ্রের নয়া শ্রম আইন। সেই আইন রাজ্যে চালু হতে দেবেন না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে রাজ্যে এসে গিয়েছে শ্রম আইন সংক্রান্ত নিয়মাবলির প্রতিলিপি। এবার সেই প্রতিলিপি মানি না বলে তা ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
25
কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
এই বিষয়ে কোচবিহারের জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে, ‘’১০০ দিনের কাজের টাকা পাওয়ার ক্ষেত্রে যে শর্ত দেওয়া হয়েছে তা অসম্মানজনক।'' এরপর মঞ্চের ওপরেই সেই কাগজ ছিঁড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
35
কী বললেন রাজ্যের সর্বোচ্চ নেত্রী?
এই বিষয়ে কেন্দ্রকে বিঁধে মুখ্যমন্ত্রী আরও বলেন-''তিন, চারদিন আগে আমাদের একটা নোটিস পাঠিয়েছে। কেন্দ্রের নতুন লেবার কোড নিয়ে। ১০০ দিনের কাজের টাকা দিতে নতুন শর্ত চাপিয়েছে। আমরা এসব শর্ত মানি না, মানব না। এটা অসম্মানের। এই আমি কাগজ ছিঁড়ে ফেলে দিলাম। এটা কেন্দ্রের কোনও নোটিস নয়, এটা আমার কাছে থাকা কাগজ।''
সূত্রের খবর, আলাদা আলাদা রাজ্যে একই পদে আলাদা বেতন কাঠামো, একই সংস্থায় কাজ করেও রাজ্যভিত্তিতে শ্রমের পরিমাণ এবং পারিশ্রমিক আলাদা। শ্রমিকদের নিরাপত্তায় পৃথক বিধি। এসব জটিলতা কাটাতে চলতি বছরের নতুন শ্রম আইনের প্রস্তাব পাশ করেছিল কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। চলতি বছরের নভেম্বর মাস থেকে সেই নতুন শ্রম কোড আইন চালুও হয়ে যায়। যদিও নয়া এই আইনের চূড়ান্ত বিরোধিতা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
55
১০০ দিনের বকেয়া নিয়ে সরব মমতা
এদিকে ১০০ দিনের বকেয়া বঞ্চনা নিয়ে বারবার প্রতিবাদে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার দুই দিনের কোচবিহার সফরেও রাজনৈতিক জনসভা থেকে রাজ্যের প্রাপ্য বকেয়া বঞ্চনা নিয়ে ফের সরব হন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘’১০০ দিনের কাজের জন্য এখনও কেন্দ্রের কাছে ৫১,৬১৭ কোটি টাকা পাইনি।'' তিনি আরও জানান, কেন্দ্র বকেয়া নিয়ে বঞ্চনা করলেও তারা বসে থাকবেন না। রাজ্যসরকার যে নিজেদের ব্যবস্থা করতে জানে কোচবিহারের সভা থেকে কেন্দ্রের বিজেপি সরকারকে সেকথা মনে করিয়ে দেন তিনি।