প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী, ৮৮ বছর বয়সে নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তিনি

Published : Jan 08, 2023, 09:22 AM ISTUpdated : Jan 08, 2023, 10:16 AM IST
keshari nath tripathi

সংক্ষিপ্ত

বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন রাজ্যপাল। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে। 

প্রয়াত রাজ্যের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী। রবিবার ভোর ৫টা নাগাদ নিজ বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার সূত্রে জানা যাচ্ছে গত বছরের ডিসেম্বর মাসেই হাত ভেঙে যায় তাঁর। তারপর থেকেই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছিলেন তিনি। এছাড়া বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন প্রাক্তন রাজ্যপাল। শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে ভর্তি ছিলেন প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে। সম্প্রতি শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে আইসিইউতে স্থানান্তরিত করা হয়। অবশেষে আজ সকালে সকলের চেষ্টাকে ব্যর্থ করে ৮৮ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রবিবার বাবার মৃত্যু সংবাদ জানিয়েছেন কেশরীনাথ ত্রিপাঠীর ছেলে নীরজ ত্রিপাঠী। পরিবার সূত্রে জানা যায় গত ৮ ডিসেম্বর বাথরুমে পড়ে গিয়ে গুরুতর চোট পেয়েছিলেন প্রাক্তন রাজ্যপাল। ভেঙে গিয়েছিল ডান হাত। এরপর থেকেই বয়স জনিত নানা কারণে ভুগছিলেন তিনি। ক্রমেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় প্রয়াগরাজের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। ক্রমেই শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তরিত করা হয়। হাসপাতাল সূত্রে খবর শুক্রবার থেকেই শারীরিক অবস্থার অবনতি ঘটে। রবিবার ভোর পাঁচটা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। উল্লেখ্য এর আগেও দু'বার কোভিড আক্রান্ত হয়েছিলেন তিনি।

PREV
click me!

Recommended Stories

Today live News: উত্তুরে হাওয়ায় জাঁকিয়ে শীত বঙ্গে, সকালে কুয়াশার সতর্কতা, কেমন থাকবে আজকের আবহাওয়া
রেকর্ডস্তরে পৌঁছে গেল বন্দরের নাব্যতা, বাড়বে রাজস্ব, খুশি পাইলট গিল্ড অ্যাসোসিয়েশন