ভোর থেকেই লাখ লাখ মানুষ পূণ্য অর্জণ করতে এসেছেন। চলছে তর্পণ ও গঙ্গাস্নান। উল্লেখ্য গতকালই ভিরের কারণে গঙ্গাসাগর মেলায় মৃত্যু হয়েছে ৯ জনের।
রবিবারও ভোর হতে না হতেই পূর্ণার্থীদের ভিড় দেখা গেল গঙ্গাসাগরে। মকর সংক্রান্তির পূণ্য তিথিতে পূণ্যলাভের আশায় দলে দলে মানুষ ভিড় জমিয়েছে গঙ্গাবক্ষে। এই বছর দু'টি ভিন্ন পঞ্জিকা অনুযায়ী ১৪ ও ১৫ জানুয়ারি দু'দিনই পরেছে মরক সংক্রান্তি। ফলে গতকাল থেকেই ভিড়ের দৃশ্য গঙ্গাসাগরে। আজও সেই চিত্রের বিশেষ পরিবর্তন হল না। তিথি অনুযায়ী আজও রয়েছে পূণ্যস্নানের মাহেন্দ্রক্ষণ। পূণ্যস্নানে অংশ নিতে দেশ বিদেশ থেকে পর্যটকদের ভিড় সাগরে। পঞ্জিকা অনুযায়ী আজ সূর্যোদয় থেকে বেলা ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে পূণ্যস্নানের সময়। ভোর থেকেই লাখ লাখ মানুষ পূণ্য অর্জণ করতে এসেছেন। চলছে তর্পণ ও গঙ্গাস্নান। উল্লেখ্য গতকালই ভিরের কারণে গঙ্গাসাগর মেলায় মৃত্যু হয়েছে ৯ জনের।
এই বছর দুই ভিন্ন মঞ্জিকা অনুযায়ী দু'দিন পড়েছে মকরসংক্রান্তির তিথি। শনিবার সকাল ৬ টা ১৮ মিনিট থেকে পড়ছে সপ্তমী। রবিবার সন্ধ্যা ৭.২৩ পর্যন্ত থাকছে সপ্তমী। সংক্রান্তির স্নানের শুভ সময় ৭.১৩ থেকে দুপুর ১.০৬ পর্যন্ত। অন্যদিকে অপর পঞ্জিকা অনুযায়ী রবিবার মকর সংক্রান্তি। পূণ্যস্নানের শুভ সময় সূর্যোদয় থেকে দুপুর ১১ টা ৪৫ মিনিট পর্যন্ত।
গঙ্গাসাগরে শনিবার সকাল থেকেই দেখা গেল পূণ্যস্নানের দৃশ্য। সকাল থেকেই সাগর সঙ্গমে পূণ্যলাভের আশায় ভিড় জমাচ্ছেন পূর্ণার্থীরা। শনি ও রবিবার দু'দিনই থাকছে মকর সংক্রান্তির তিথি। বিশেষজ্ঞদের মতে দু'দিনই পূণ্যস্নান করা যাবে গঙ্গাসাগরে।
আরও পড়ুন -
গরমেই কাটল মকরসংক্রান্তি, সপ্তাহের শেষ দিনেও ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ
গঙ্গাসাগরে মহাস্নানে লক্ষ মানুষের ভিড়, সন্ধ্যা নামতেই পূন্যস্নান ভক্তদের