সংক্ষিপ্ত
Dilip Ghosh on Mamata: ওয়াকফ বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরেও ঠেকানো যায়নি ঝামেলা। সম্পূর্ণ প্রতিবেদন পড়ুন…
Dilip Ghosh on Mamata: ওয়াকফ বিরোধিতায় উত্তাল মুর্শিদাবাদ জেলা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতির উপর নজর রাখছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তারপরেও ঠেকানো যায়নি ঝামেলা। ওয়াকফ সংশোধনী আইন ইস্যুতে এখনও অব্যাহত উত্তেজনা। সবাইকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেও ঠেকানো যাচ্ছে না অশান্তি। যা নিয়ে রাজ্যের তৃণমূল সুপ্রিমোকে কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা।
সোমবার নিউ টাউনের ইকোপার্কে প্রাতঃ ভ্রমণে এসে ওয়াকফ ইস্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপির প্রাক্তন রাজ্যসভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Mamata)। এদিন সকালে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ''উনি অনেক কিছুই বলেন। কিছু বোকা লোককে বারবার বোকা বানান। আমরা নোট বন্দী হতে দেব না, সি এ এ লাগু হতে দেব না, তিন তালাক লাগু হতে দেব না। এরকম অনেক কিছু বলেছেন। ওনার পার্টিতে ওনার কথা শোনে না। এই উগ্রপন্থীদের বাংলাদেশ থেকে ঢুকিয়ে এখানে লুঠপাট চালানো হচ্ছে। সূযোগ পেলেই হিন্দুদের সম্পত্তি নষ্ট করছে মন্দির ভাঙছে, মহিলাদের ওপর অত্যাচার করছে, এই জিনিস যদি চলতে থাকে তাহলে পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হয়ে যাবে।''
এখানেই শেষ নয়, রাজ্যের ডিজি রাজীব কুমারকেও কটাক্ষ করেন বিজেপির প্রাক্তন সাংসদ। দিলীপপ ঘোষ কী বলেছেন রাজীব কুমারকে?(Dilip Ghosh on Mamata):- বলেন, ''রাজা যা বলে পরিষদ তার শ-গুণ বাড়িয়ে বলে। এদের জেলে যাওয়া উচিত। মমতা একবার তাকে জেলে যাওয়া থেকে বাঁচিয়েছেন। তাই এখন তিনি যা বলছেন ইনিও তাইই বলছেন। এই ধরনের অফিসারের ওপর কে ভরসা করবে? যারা অপরাধ করছে ইনি তাদের থেকেও বেশি অপরাধী।''
দিলীপ ঘোষ আরও বলেন, ''এই চক্রান্ত অনেক বড়। দেশ ভাগের পর মহম্মদ আলি জিন্নার মনে সুখ ছিল না। এখানকার মুসলিম নেতারা বলেছিল ৩০ বছর অপেক্ষা করুন বাংলা এবং আসাম আপনাকে রুপোর থালায় সাজিয়ে দেব। সেটা তখন পারেনি। সেই চক্রান্তের সাথী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এটা সম্পূর্ণ করবেন। জিন্নার আধুনিক রূপ মমতা বন্দ্যোপাধ্যায়। সোহরাওয়ার্দীর আধুনিক রূপ মমতা বন্দ্যোপাধ্যায়। উনি হাতে করে এটাকে পশ্চিম বাংলাদেশ করার চক্রান্ত করছেন। ইনি যতদিন আছেন কোনও হিন্দু নিরাপদ নয়। এখানে রাজনীতি অর্থনীতি সমাজ কিছুই নিরাপদ নয়। মমতা থাকলে বাংলায় শান্তি নেই।''
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।