TET: মিলবে আজীবন বৈধ টেট সার্টিফিকেট! কীভাবে এই নথি হাতে পাবেন প্রার্থীরা?

মিলবে আজীবন বৈধ টেট সার্টিফিকেট! কীভাবে এই নথি হাতে পাবেন প্রার্থীরা?

Anulekha Kar | Published : Jun 20, 2024 3:14 AM IST

গত বছর প্রাথমিক টেটের বৈধতা আজীবনের করা হয়। পূর্ব নিয়ম অনুযায়ী প্রাথমি টেটের বৈধতা ছিল ৭ বছর।

২০২৩ সালে উচ্চ প্রাথমিকের বৈধতা আজীবনের করে ন্যাশনাল কাউন্সিল ফল টিচার এডুকেশন।

Latest Videos

এবার মিলবে সেই বৈধ টেট সরাটিফিকেট। কীভাবে আবেদন করবেন প্রার্থীরা? জেনে নিন

১৮ জুন মঙ্গলবার স্কুল সার্ভিস কমিশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, "আগামী ৩১ জুলাই ২০৪ পর্যন্ত ২০১১ সালের টেটের লাইফটাইম সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। দুপুর ২ পর্যন্ত গৃহিত হবে আবেদন। নির্ধারিত দিনের অন্তত সাতদিন আগে প্র্রথীদের জানানো হবে।

কারা, কখন আবেদন করবেন? জেনে নিন

১৯ জুন থেকে ২১ জুন পর্যন্ত সমস্ত অঞ্চলের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

২৪ জুন থেকে ২৮ জুন উত্তর পূর্ব অংশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১ জুলাই থেকে ৫ জুলাই পশ্চিম ও দক্ষিণ অংশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৮ জুলাই থেকে ১২ জুলাই উত্তর ও দক্ষিণ-পূর্ব অংশের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

১৫ জুলাই থেকে ১৯ জুলাই পূর্ব ও পশ্চিমের প্রার্থীরা আবেদন করতে পারবেন।

Share this article
click me!

Latest Videos

নাচের অনুষ্ঠানের পারিশ্রমিক চাইতেই এ কী ঘটল ? অবশেষে এল পুলিশ
Live: আবাস যোজনার বাড়ি নিয়ে তৃণমূলকে তুলোধোনা বিজেপির, দেখুন সরাসরি
এবার খেল দেখাবে শুভেন্দু! 'বোন বলেছি, দায়িত্ব আমার' চরম ইঙ্গিত শুভেন্দুর | Suvendu Adhikari | RG Kar
'পুলিশ তৃণমূলের কাউকে টাচ করতেই ভয় পায়' কেন! জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP vs TMC |
'কুকুরের লেজ যেমন সোজা হয়না তেমনই মমতার পুলিশকে পরিবর্তন করা যায় না' বিস্ফোরক মন্তব্য শুভেন্দুর