দারুণ সুযোগ! মাত্র ২৪ ঘন্টা মিলবে ডিজিটাল সার্টিফিকেট, জেনে নিন আবেদনের পদ্ধতি

Published : Dec 03, 2025, 08:58 AM IST
Mamata Banerjee used Chief Secretary phone Suvendu Adhikari complains to Election Commission

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গ সরকার গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের জন্য এক দারুণ সুযোগ এনেছে। এখন WBPMS পোর্টালের মাধ্যমে ঘরে বসেই ইনকাম বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আবেদন করা যাবে। 

বর্তমান ডিজিটাল যুগে অনেক কাজই হয়েছে সহজ। ইন্টারনেটের দৌলতে ঘরে বসে সব কাজ হচ্ছে। যা সম্পন্ন করতে এক সময় বিস্তর ঝামেলা পোহাতে হত। এবার এই যুগের সঙ্গে তাল মিলিয়ে বিশেষ বদল আনল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গের গ্রাম পঞ্চায়েত এলাকায় বসবাসকারী নাগরিকদের জন্য বড় পদক্ষেপ নিল রাজ্য। এবার থেকে ইনকাম সার্টিফিকেট বা স্থায়ী বাসিন্দা সার্টিফিকেটের জন্য আর পঞ্চায়েত অফিসে লাইন দিতে হবে না। সব হবে ঘরে বসে।

এবার বাড়ি বসে স্মার্টফোন ব্যবহার করে রাজ্য সরকারের WBPMS পোর্টালের মাধ্যমে এই সুবিধা নিতে পারেন। অনলাউনে আবেদন করতে হলে প্রয়োজন বিশেষ কয়টি নথি। এই কয়টি নথি থাকলে কেল্লাফতে। রঙিন পাসপোর্ট সাইজ ছবি প্রয়োজন। তা স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে হবে। দরকার ভোটার কার্ড। তা স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে হবে। আধার কার্ড প্রয়োজন। তা স্ক্যান করে বা ছবি তুলে আপলোড করতে হবে। প্রয়োজন পঞ্চায়েত মেম্বার ফরম্যাট। পঞ্চায়েত সদস্যের সাক্ষর করা ফরম্যাটে এটি দরকার।

অনলাইনে সার্টিফিকেট বের করতে হলে প্রথমে WBPMS পোর্টালে লগইন করুন। তারপর সিটিজেন কর্নার অপশনে ক্লিক করুন। এবার আপনার মোবাইলে ওটিপি আসবে। তারপর নিজের জেলা, ব্লক এবং গ্রাম পঞ্চায়েতের নাম নির্বাচন করুন। প্রয়োজনে সংসদের নম্বর উল্লেখ করতে পারেন। এরপর আবেদনকারীর নাম, অভিভাবকের নাম এবং সম্পূর্ণ ঠিকানা দিয়ে ফর্মটি পূরণ করুন। এবার আপনি যে সার্টিফিকেট চাইছেন তা সিলেক্ট করুন। একে একে সমস্ত স্ক্যান করা নথি আপলোড করুন। সব শেষে সাবমিট বটনে ক্লিক করে আবেদনপত্র জমা দিন। আবেদনপত্র জমা দেওয়ার পর অন্তত ২৪ ঘন্টা পর পুনরায় একই পদ্ধতিতে লগ ইন করে আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন। আপনার আবেদনটি পঞ্চায়েত প্রধান বা আধিকারিক দ্বারা অনুমোদিত হলে তা Ready to Download অপশনে ক্লিক করে ডিজিটাল সই করা রঙিন সার্টিফিকেট ডাউনলোড করুন।

 

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

কাল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবীরের, ২২ ডিসেম্বর ঘোষণা নতুন দলের
১৯ ডিসেম্বরই সুপ্রিম কোর্ট ঘোষণা করবে DA মামলার রায়? জল্পনা সরকারি কর্মীদের মধ্যে